আগামী সপ্তাহে বাড়ছে সুবর্ণ এক্সপ্রেসের ভাড়া
- Update Time : ১০:৩৮:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩
- / 170
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রাম রুটের বিরতিহীন ট্রেন সুবর্ণ এক্সপ্রেসের এসি (স্নিগ্ধা) টিকিটের ভাড়া ৭০ টাকা ও ননএসি (শোভন চেয়ার) টিকিটের ভাড়া ২৫ টাকা বাড়ছে। আগামী ২৫ জানুয়ারি থেকে এই বাড়তি ভাড়া কার্যকর হবে। শোভন চেয়ার শ্রেণির ভাড়া ৩৮০ টাকা থেকে বাড়িয়ে ৪০৫ টাকা করা হয়েছে। এ ছাড়া শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) সিটের ভাড়া ৬৩০ টাকা থেকে বাড়িয়ে ৭০০ টাকা করা হয়েছে।
বুধবার (১৮ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা মো. নাজমুল ইসলাম।
তিনি বলেন, ‘ঢাকা-চট্টগ্রাম রুটে চলা সোনার বাংলা এক্সপ্রেস ও সুবর্ণ এক্সপ্রেস; দুটি ট্রেনের সুযোগ-সুবিধা একই। কিন্তু এতদিন সোনার বাংলা এক্সপ্রেসের চেয়ে সুবর্ণ এক্সপ্রেসের ভাড়া কম ছিল। তাই দুটি ট্রেনের একই ভাড়া নির্ধারণ করা হয়েছে।’
রেলওয়ের একটি সূত্র জানিয়েছে, সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের ভাড়া সোনার বাংলা এক্সপ্রেসের সঙ্গে সমন্বয় করার বিষয়ে ৩ জানুয়ারি অনুমোদন দেয় রেলপথ মন্ত্রণালয়। এরপর ১৫ জানুয়ারি রেল ভবন থেকে রেলওয়ের পূর্বাঞ্চলের প্রধান বাণিজ্যিক কর্মকর্তাকে এই দুটি ট্রেনের ভাড়া সমন্বয় করার জন্য চিঠি দেওয়া হয়।
সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি প্রতিদিন সকাল ৭টায় চট্টগ্রাম রেলস্টেশন থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে। আবার বিকাল সাড়ে ৪টায় ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেয়। ট্রেনটির সাপ্তাহিক বন্ধ থাকে সোমবার।
সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি প্রতিদিন বিকাল ৫টায় চট্টগ্রাম রেলস্টেশন থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে। আবার সকাল ৭টায় ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেয়। ট্রেনটির সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার। দুটি ট্রেনই চট্টগ্রাম থেকে ঢাকায় যাতায়াত করতে সোয়া পাঁচ ঘণ্টা সময় নেয়। বিরতিহীন হওয়ায় যাত্রীদের কাছে এই দুটি ট্রেনের টিকিটের চাহিদা বেশি।