করোনার নতুন ভ্যারিয়েন্ট খুব বেশি ভয়ানক নয় : স্বাস্থ্যমন্ত্রী

  • Update Time : ১০:৪৩:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২
  • / 193

নিজস্ব প্রতিবেদকঃ 

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘করোনার নতুন ভ্যারিয়েন্ট বিএফ.৭ খুব বেশি ভয়ানক বা ক্ষতিকারক নয়, কিন্তু সংক্রমণের হার বেশি। এই ভ্যারিয়েন্টে মৃত্যুর হারও খুব বেশি নয়। এ বিষয়ে আমরা সতর্কতা অবলম্বন করেছি। এ ব্যাপারে আমাদের দুশ্চিন্তা নেই। প্রয়োজনীয় ব্যবস্থা ও নির্দেশনাও দিয়েছি। এ ভ্যারিয়েন্ট যাতে ছড়িয়ে না যায়, সেদিকে আমরা নজর রাখছি।’

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘চায়নাসহ বিভিন্ন দেশ থেকে আমাদের দেশে এয়ারপোর্ট, সিপোর্ট ও ল্যান্ডপোর্টের মাধ্যমে যেসব ব্যক্তি দেশে আসছেন তাদেরকে আমরা পরীক্ষা-নিরীক্ষা করছি। এ ছাড়া এন্টিজেন টেস্ট করার নির্দেশ দেওয়া হয়েছে। আমরা হাসপাতালগুলোকেও তৈরি রেখেছি।’

জাহিদ মালেক বলেন, ‘দুই দিন ধরে চায়না থেকে যারা এসেছেন তাদের মধ্যে কিছু লোকের মধ্যে আমরা সংক্রমণ পেয়েছি। তারা করোনাভাইরাসে আক্রান্ত, কিন্তু তারা কি ভ্যারিয়েন্টে আক্রান্ত, সে বিষয়টি সাথে সাথে বলা সম্ভব নয়। এমন ৮ জনের নমুনা নিয়েছি তা পরীক্ষা করার জন্য আইইডিসিআর-এ পাঠিয়েছি। তার রেজাল্ট পাওয়ার পরই জানা যাবে তারা কি ভ্যারিয়েন্ট আক্রান্ত হয়েছেন। আমরা তাদেরকে হাসপাতালে আইসোলেশন ইউনিটে ভর্তি রেখেছি। পুরোপুরি সুস্থ হওয়ার আগ পর্যন্ত ওই হাসপাতালেই থাকবেন।’

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘যারা বিদেশ যাচ্ছেন বা দেশে আছেন, করোনার টিকা নেন। এখনও যেসব জায়গায় জনসমাগম বেশি সেখানে মাস্ক পরুন। কারণ যেকোনো সময় করোনার সংক্রমণ আবারও বেড়ে যেতে পারে। তাই আমাদেরকে সাবধান হতে হবে যাতে দেশবাসী আক্রান্ত না হয়।’

এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস সালামের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার গোলাম আজাদ খান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের জেলা ইউনিটের সাবেক কমান্ডার ইঞ্জিনিয়ার তোবারক হোসেন লুডু প্রমুখ।

Tag :

Please Share This Post in Your Social Media


করোনার নতুন ভ্যারিয়েন্ট খুব বেশি ভয়ানক নয় : স্বাস্থ্যমন্ত্রী

Update Time : ১০:৪৩:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ 

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘করোনার নতুন ভ্যারিয়েন্ট বিএফ.৭ খুব বেশি ভয়ানক বা ক্ষতিকারক নয়, কিন্তু সংক্রমণের হার বেশি। এই ভ্যারিয়েন্টে মৃত্যুর হারও খুব বেশি নয়। এ বিষয়ে আমরা সতর্কতা অবলম্বন করেছি। এ ব্যাপারে আমাদের দুশ্চিন্তা নেই। প্রয়োজনীয় ব্যবস্থা ও নির্দেশনাও দিয়েছি। এ ভ্যারিয়েন্ট যাতে ছড়িয়ে না যায়, সেদিকে আমরা নজর রাখছি।’

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘চায়নাসহ বিভিন্ন দেশ থেকে আমাদের দেশে এয়ারপোর্ট, সিপোর্ট ও ল্যান্ডপোর্টের মাধ্যমে যেসব ব্যক্তি দেশে আসছেন তাদেরকে আমরা পরীক্ষা-নিরীক্ষা করছি। এ ছাড়া এন্টিজেন টেস্ট করার নির্দেশ দেওয়া হয়েছে। আমরা হাসপাতালগুলোকেও তৈরি রেখেছি।’

জাহিদ মালেক বলেন, ‘দুই দিন ধরে চায়না থেকে যারা এসেছেন তাদের মধ্যে কিছু লোকের মধ্যে আমরা সংক্রমণ পেয়েছি। তারা করোনাভাইরাসে আক্রান্ত, কিন্তু তারা কি ভ্যারিয়েন্টে আক্রান্ত, সে বিষয়টি সাথে সাথে বলা সম্ভব নয়। এমন ৮ জনের নমুনা নিয়েছি তা পরীক্ষা করার জন্য আইইডিসিআর-এ পাঠিয়েছি। তার রেজাল্ট পাওয়ার পরই জানা যাবে তারা কি ভ্যারিয়েন্ট আক্রান্ত হয়েছেন। আমরা তাদেরকে হাসপাতালে আইসোলেশন ইউনিটে ভর্তি রেখেছি। পুরোপুরি সুস্থ হওয়ার আগ পর্যন্ত ওই হাসপাতালেই থাকবেন।’

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘যারা বিদেশ যাচ্ছেন বা দেশে আছেন, করোনার টিকা নেন। এখনও যেসব জায়গায় জনসমাগম বেশি সেখানে মাস্ক পরুন। কারণ যেকোনো সময় করোনার সংক্রমণ আবারও বেড়ে যেতে পারে। তাই আমাদেরকে সাবধান হতে হবে যাতে দেশবাসী আক্রান্ত না হয়।’

এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস সালামের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার গোলাম আজাদ খান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের জেলা ইউনিটের সাবেক কমান্ডার ইঞ্জিনিয়ার তোবারক হোসেন লুডু প্রমুখ।