অর্থনৈতিক জোনে ৫৩ স্থাপনা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- Update Time : ১১:২০:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২০ নভেম্বর ২০২২
- / 180
নিজস্ব প্রতিবেদকঃ
বাস্তবায়নাধীন অর্থনৈতিক অঞ্চলে ইতিমধ্যেই গড়ে উঠেছে ৫৩টি শিল্প-কারখানা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ এসব শিল্প-কারখানাসহ আরও কিছু প্রকল্পের উদ্বোধন করবেন বলে জানিয়েছে অর্থনৈতিক অঞ্চলে কর্তৃপক্ষ- বেজা।
গণভবন থেকে রোববার সকাল ১০টা ৪০ মিনিটে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব স্থাপনা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এ অনুষ্ঠানের আয়োজন করেছে।
দেশি-বিদেশি বিনিয়োগের মাধ্যমে শিল্প ও সেবাখাতে উন্নয়নে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছে সরকার। এরইমধ্যে অনুমোদন পেয়েছে ৯৭টি অঞ্চল। গড়ে উঠছে শিল্প-কারখানা।
এসব অঞ্চলে জাপান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, ভারত, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ড, জার্মানি, সিঙ্গাপুর, কোরিয়াসহ বিভিন্ন দেশ বিনিয়োগ করছে। পিছিয়ে নেই দেশীয় প্রতিষ্ঠানও। এখন পর্যন্ত বিনিয়োগ প্রস্তাব এসেছে অন্তত ২৬ বিলিয়ন ডলারের।
এসব অর্থনৈতিক অঞ্চল থেকে বছরে ৪০ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য উৎপাদন ও রফতানি হবে বলে আশা করছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ- বেজা। এছাড়া কর্মসংস্থানের বিশাল সুযোগও দেখছে সংস্থাটি।
ইতিমধ্যে ৫৩টি শিল্প কারখানা প্রস্তুত হয়েছে। এরমধ্যে চারটি বঙ্গবন্ধু শিল্পনগরে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ২০ নভেম্বর এসব কারখানার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে জানিয়েছেন বেজার নির্বাহী চেয়ারম্যান।
যেসব ইন্ডাস্ট্রি উদ্বোধন করা হবে তার মধ্যে রয়েছে ম্যানুফেকচারিং খাত, ফুড, ক্যামিকালস এবং প্যাকেজিং। ব্রডহেড খাতের এইসব ইন্ডাস্ট্রিগুলো উদ্বোধন হবে।
এছাড়া বঙ্গবন্ধু শিল্পনগরীতে প্রশাসনিক ভবন, জামালপুর অর্থনৈতিক অঞ্চল, শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চল ও সাবরাং পর্যটন পার্কের উদ্বোধনও করবেন প্রধানমন্ত্রী।
পাশাপাশি বঙ্গবন্ধু শিল্পনগরীতে ২০ কিলোমিটার দীর্ঘ শেখ হাসিনা সরণী, ২৩০-কেভিএ গ্রিডলাইন ও সাবস্টেশন উদ্বোধন করবেন সরকার প্রধান।
প্রকল্প উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন একযোগে মোট ৮টি ভেন্যু থেকে অনুষ্ঠিত হবে।
ভেন্যুগুলো হলো গণভবন, ঢাকা, বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর (মিরসরাই, চট্টগ্রাম), শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চল (শ্রীহট্ট, মৌলভীবাজার), কর্ণফুলি ড্রাইডক এসইজেড (আনোয়ারা, চট্টগ্রাম), মেঘনা ইন্ডাস্ট্রিয়াল অর্থনৈতিক অঞ্চল (সোনারগাঁও, নারায়ণগঞ্জ), জামালপুর অর্থনতিক অঞ্চল (জামালপুর সদর), সাবরাং ট্যুরিজম পার্ক (সাবরাং, কক্সবাজার) ও হোসেন্দি অর্থনৈতিক অঞ্চল (গজারিয়া, মুন্সীগঞ্জ)।