পণ্যের দাম এতই কম, মানুষ বিক্রি করতে পারছে না: কৃষিমন্ত্রী
- Update Time : ০৫:৫২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুন ২০২২
- / 156
নিজস্ব প্রতিবেদকঃ
কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, দেশে পণ্যের দাম অনেক কম। এতই কম যে মানুষ বিক্রি করতে পারছে না।
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুক্রবার বিকাল তিনটার পর বাজেটোত্তর সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী এ কথা বলেন।
কৃষি মন্ত্রী বলেন, দেশে খাদ্যের অভাব হবে না। বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। সরকার সবকিছুর ওপর প্রণোদনা দিচ্ছে। পণ্যের এত কম দাম মানুষ বিক্রি করতে পারছে না। দেশে কিছু কিছু পণ্যের দাম তূলনামূলক অনেক কম আছে।
আব্দুর রাজ্জাক বলেন, দেশে খাদ্যের কোনো হাহাকার নাই। বর্তমানে চালের দাম একটু বেড়েছে। তবে এর পেছনে যৌক্তিক কারণও আছে। গমের দাম বাড়লে মানুষ আটার দিকে ঝুঁকে। তাই চালের ওপর চাপ বেড়েছে। আর এজন্য চালের দাম বেড়েছে।
সংবাদ সম্মেলনে সঙ্গে উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, শিক্ষামন্ত্রী ড. দীপু মনি, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, মৎস্য ও প্রাণীসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তফা জব্বার, নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, এনবিআরের চেয়ারম্যান, অর্থ সচিব, পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা।