বাংলাদেশে ডিজিটাল রূপান্তরকে শক্তিশালী করতে জাতিসংঘের কৌশলপত্র
- Update Time : ০৬:৫২:১৫ অপরাহ্ন, শনিবার, ৭ মে ২০২২
- / 328
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশে উদ্ভাবনের সংস্কৃতি ও ডিজিটাল রূপান্তরকে শক্তিশালী করতে কৌশলপত্র ২০২২-২৫ প্রণয়ন করছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)।
শনিবার (৭ মে) নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের কাছে বাংলাদেশ ডিজিটাল রূপান্তর শক্তিশালীকরণ বিষয়ক কৌশলপত্র উপস্থাপন করেন ইউএনডিপির চিফ ডিজিটাল কর্মকর্তা রবার্ট ওপ ও ডিজিটাল পলিসি অ্যান্ড গ্লোবাল পার্টনারশিপের প্রধান ইয়োলান্ডা মা।
বৈঠকে ইউএনডিপি, আইসিটি বিভাগ, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, হাইটেক পার্ক কর্তৃপক্ষ ও এটুআই যৌথভাবে এজেন্সি টু ইনোভেট ও ডিজিটাল লিডারশিপ একাডেমি গঠনের বিষয়ে সিদ্ধান্ত হয়।
একইসঙ্গে ডিজিটাল মান, নির্দেশিকা, নীতি, আইনের উন্নয়ন ও ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে এটুআইয়ের সাফল্যের ভিত্তিতে ডিজিটাল সরকার ও অর্থনীতিতে বাংলাদেশ এবং উন্নয়নশীল দেশগুলোর মধ্যে দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা জোরদারকল্পে একসঙ্গে কাজ করতে একমত পোষণ করা হয়।
এর আগে প্রতিমন্ত্রী ইউএনডিপির এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান ক্লেয়ার ভ্যান ডের ভেরেনের সঙ্গে বৈঠক করেন।