অধিক মূল্যে মসলা বিক্রি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা ৪০ হাজার

  • Update Time : ১০:২৭:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২
  • / 174

নিজস্ব প্রতিবেদক: 

অধিক মূল্যে মসলা বিক্রি করা, মূল্য তালিকা প্রদর্শন না করা ও পাকা রশিদ সংরক্ষণ না করার দায়ে রাজধানীর চকবাজারের মৌলভীবাজার মসলার পাইকারি মার্কেটের তিন প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর প্রধান কার্যালয়ের উপ-পরিচালক বিকাশ চন্দ্র দাস এবং ঢাকা জেলা কার্যালয়ের প্রধান মো. আব্দুল জব্বার মন্ডলের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মসলার মূল্য তালিকা প্রদর্শন না করা, প্রদর্শনকৃত মূল্য অপেক্ষা অধিক মূল্যে মসলা বিক্রয় করা, পাকা রশিদ সংরক্ষণ না করা ইত্যাদি অপরাধে মেসার্স নবাবগঞ্জ ট্রেডার্সকে ১০ হাজার টাকা, ভাতিজা স্টোরকে ১০ হাজার টাকা এবং মোস্তফা এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকাসহ ৩ প্রতিষ্ঠানকে সর্বমোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান প্রসঙ্গে মো. আব্দুল জব্বার মন্ডল ব্যবসায়ীদের নিয়মিত পণ্যের মূল্য তালিকা হালনাগাদ করা এবং পণ্য ক্রয় বিক্রয়ে পাকা রশিদ সংরক্ষণ করার প্রতি আহ্বান জানান।

অভিযান শেষে বেলা দুইটার দিকে মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভা কক্ষে মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সৈয়দ বশির উদ্দিনের সভাপতিত্বে সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভ অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধিদপ্তরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার। সভায় আলোচনা শেষে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মেনে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করার জন্য সবাই একাত্মতা পোষণ করেন।

Tag :

Please Share This Post in Your Social Media


অধিক মূল্যে মসলা বিক্রি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা ৪০ হাজার

Update Time : ১০:২৭:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২

নিজস্ব প্রতিবেদক: 

অধিক মূল্যে মসলা বিক্রি করা, মূল্য তালিকা প্রদর্শন না করা ও পাকা রশিদ সংরক্ষণ না করার দায়ে রাজধানীর চকবাজারের মৌলভীবাজার মসলার পাইকারি মার্কেটের তিন প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর প্রধান কার্যালয়ের উপ-পরিচালক বিকাশ চন্দ্র দাস এবং ঢাকা জেলা কার্যালয়ের প্রধান মো. আব্দুল জব্বার মন্ডলের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মসলার মূল্য তালিকা প্রদর্শন না করা, প্রদর্শনকৃত মূল্য অপেক্ষা অধিক মূল্যে মসলা বিক্রয় করা, পাকা রশিদ সংরক্ষণ না করা ইত্যাদি অপরাধে মেসার্স নবাবগঞ্জ ট্রেডার্সকে ১০ হাজার টাকা, ভাতিজা স্টোরকে ১০ হাজার টাকা এবং মোস্তফা এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকাসহ ৩ প্রতিষ্ঠানকে সর্বমোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান প্রসঙ্গে মো. আব্দুল জব্বার মন্ডল ব্যবসায়ীদের নিয়মিত পণ্যের মূল্য তালিকা হালনাগাদ করা এবং পণ্য ক্রয় বিক্রয়ে পাকা রশিদ সংরক্ষণ করার প্রতি আহ্বান জানান।

অভিযান শেষে বেলা দুইটার দিকে মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভা কক্ষে মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সৈয়দ বশির উদ্দিনের সভাপতিত্বে সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভ অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধিদপ্তরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার। সভায় আলোচনা শেষে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মেনে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করার জন্য সবাই একাত্মতা পোষণ করেন।