ময়মনসিংহ মেডিকেলে যুক্ত হলো অক্সিজেনের ৫০ সিলিন্ডার
- Update Time : ০১:২৮:৪২ অপরাহ্ন, বুধবার, ২৮ জুলাই ২০২১
- / 218
ময়মনসিংহ প্রতিনিধি:
করোনার ঊর্ধ্বমুখী অবস্থায় আক্রান্ত রোগীদের অক্সিজেনের ঘাটতি মেটাতে ও সঠিক চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ৫০টি সিলিন্ডার দিয়েছেন মেয়র ইকরামুল হক টিটু ও চেম্বার অব কমার্সের সভাপতি আমিনুল হক শামীম।
বুধবার (২৮জুলাই) বেলা ১২টায় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফজলুল কবিরের কাছে সিলিন্ডারগুলো হস্তান্তর করা হয়।
হস্তান্তর অনুষ্ঠানে হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. ফজলুল কবিরের সভাপতিত্বে সিটি মেয়র ইকরামুল হক টিটু, ময়মনসিংহ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. চিত্ত রঞ্জন দেবনাথ, চেম্বার অব কমার্সের সভাপতি আমিনুল হক শামীম, বিএমএ’র সভাপতি ডা. মতিউর রহমান ভূঁইয়া বক্তব্য রাখেন। এ সময় স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বক্তব্যে সিটি মেয়র বলেন, বর্তমান দেশের করোনা পরিস্থিতিতে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা অব্যাহত রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে। প্রত্যেকের অবস্থান থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে রোগীদের সুস্থ করার কাজ চালিয়ে যেতে হবে। তিনি কঠোরতম লকডাউন পালন করাসহ স্বাস্থ্যবিধি মানতে সবার প্রতি আহ্বান জানান।