করোনায় ময়মনসিংহ মেডিকেলে প্রাণ গেল আরও ১০ জনের
- Update Time : ০১:৩৮:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুন ২০২১
- / 204
ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় করোনায় ও উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান ঈশ্বরগঞ্জের ফিরোজা বেগম (৬৮)। ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ধোবাউড়ার আইরিন বেগম (১৪)। তারা দুজনেই করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন।
এছাড়াও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ২৪ ঘন্টায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপার্সন ডা. মহিউদ্দিন খান জানান, শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টার মধ্যে তারা মৃত্যুবরণ করেন।
গত ২৪ ঘন্টায় উপসর্গ নিয়ে যারা মৃত্যুবরণ করেছেন তারা হলেন, ময়মনসিংহের গৌরীপুরের জমিলা খাতুন (৫৫), মুক্তাগাছার হাবিবুর রহমান (৮৫), সদরের ভাবখালীর জামেলা বেগম (৭৫), শাহিনা আক্তার (৩৮), শেরপুরের নুরুল হক (৭০), রানী বেগম (৫০), টাঙ্গাইলের গোপালপুরের শাহাদাৎ মিয়া (৫২) এবং টাঙ্গাইলের নজরুল ইসলাম (৭৫)।
বেলা ১১টা পর্যন্ত করোনা ওয়ার্ডের ১৩ আইসিইউ ওয়ার্ডের বিপরীতে রোগী ভর্তি আছেন ১২ জন। ২১০টি সাধারণ ওয়ার্ডের বিপরীতে রোগী ভর্তি রয়েছেন ১৮৮ জন।
এদিকে ময়মনসিংহে এক বছর পর এক দিনে সর্বোচ্চ করোনা শনাক্তের রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৪৬৭ জনের নমুনা পরীক্ষা করে ১২৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর আগে ২০২০ সালের ১৬ জুন সর্বশেষ জেলায় একদিনে সর্বোচ্চ ১৪৫ জনের করোনা শনাক্ত হয়েছিল।