৯৯৯ এ ফোন: টাওয়ারে আটকে পড়া ঈগল পাখি উদ্ধার
- Update Time : ১২:৪৬:২৭ অপরাহ্ন, সোমবার, ১৪ জুন ২০২১
- / 168
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় জরুরী সেবা ৯৯৯ নম্বরে এক কলারের ফোন কলে দুইশ ফিট উঁচু মোবাইল ফোন টাওয়ারে আটকে পড়া একটি ঈগল পাখিকে উদ্ধার করেছে ময়মনসিংহ ফায়ার সার্ভিস।
রোববার (১৩ জুন) মোজাহিদ নামে একজন কলার ময়মনসিংহের কোতোয়ালী থানাধীন শম্ভুগঞ্জ থেকে ৯৯৯ নম্বরে ফোন করে জানান সেখানে দুইশ ফিট উঁচু একটি মোবাইল ফোন টাওয়ারে একটি ঈগল পাখি তিন দিন ধরে আটকে আছে। গত তিন ধরে তিনি ঈগল পাখিটির ডানা ঝাপটানো এবং তড়পানো অবস্থা দেখে অসহায় বোধ করছিলেন। অবশেষে তিনি ৯৯৯ নম্বরে ফোন করার সিদ্ধান্ত নেন।
৯৯৯ তাৎক্ষণিকভাবে বিষয়টি ময়মনসিংহ ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষে জানিয়ে পাখিটিকে উদ্ধারের ব্যবস্থা নেয়ার অনুরোধ জানায়।
৯৯৯ থেকে সংবাদ পেয়ে ময়মসিংহ ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে যায়।
পরে ময়মসিংহ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ জুলহাস উদ্দীন ৯৯৯ কে ফোনে জানান দুইশত ফিট উঁচু টাওয়ার থেকে প্রায় ঘন্টা খানেক প্রচেষ্টা চালিয়ে আটকে পড়া ঈগল পাখিটিকে তারা নিরাপদে উদ্ধার করতে সমর্থ হয়েছেন।
প্রাথমিক শুশ্রুষার পর সুস্থ হলে বনবিভাগের মাধ্যমে ঈগল পাখিটিকে ছেড়ে দেয়ার ব্যবস্থা নেয়া হবে।