ময়মনসিংহে সড়কে ঝরলো তিন প্রাণ

  • Update Time : ০২:৩৭:১২ অপরাহ্ন, বুধবার, ২৮ এপ্রিল ২০২১
  • / 177
ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহের তারাকান্দায় ট্রাকের সংগে সংঘর্ষে সিএনজিচালিতঅটোরিকশার চালকসহ তিন যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও একজন।

বুধবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে দশটার দিকে ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার খিচা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

তারাকান্দা থানার ওসি আবুল খায়ের খবরের সত্যতা নিশ্চিত করে জানান, নেত্রকোনা জেলার দুর্গাপুর থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা যাত্রী নিয়ে ময়মনসিংহে আসার পথে নেত্রকোনাগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক শহীদ মিয়া মারা যান।

স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক খলিল মিয়া (৩২) ও মাসুম (৩৩) নামে দুই জনকে মৃত ঘোষণা করেন। আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়।

নিহতরা সবাই নেত্রকোনা জেলার দুর্গাপুরের বাসিন্দা বলে জানান ওসি। দুর্ঘটনার পর তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমতসহ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Please Share This Post in Your Social Media


ময়মনসিংহে সড়কে ঝরলো তিন প্রাণ

Update Time : ০২:৩৭:১২ অপরাহ্ন, বুধবার, ২৮ এপ্রিল ২০২১
ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহের তারাকান্দায় ট্রাকের সংগে সংঘর্ষে সিএনজিচালিতঅটোরিকশার চালকসহ তিন যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও একজন।

বুধবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে দশটার দিকে ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার খিচা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

তারাকান্দা থানার ওসি আবুল খায়ের খবরের সত্যতা নিশ্চিত করে জানান, নেত্রকোনা জেলার দুর্গাপুর থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা যাত্রী নিয়ে ময়মনসিংহে আসার পথে নেত্রকোনাগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক শহীদ মিয়া মারা যান।

স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক খলিল মিয়া (৩২) ও মাসুম (৩৩) নামে দুই জনকে মৃত ঘোষণা করেন। আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়।

নিহতরা সবাই নেত্রকোনা জেলার দুর্গাপুরের বাসিন্দা বলে জানান ওসি। দুর্ঘটনার পর তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমতসহ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।