ময়মনসিংহে অবৈধ ইটভাটায় ঝুঁকিতে হাজার পরিবার

  • Update Time : ০৮:৫০:১১ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২০
  • / 189

ময়মনসিংহ প্রতিনিধি :

ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার চামুরথা গ্রামে এমবিবি নামের ইটভাটায় প্রতিদিন পুড়ছে ৪০০ মণের বেশি কাঠ। এরফলে আশেপাশে ক্ষেতের ফসল উৎপাদন কমে যাচ্ছে, ভারসাম্য হারাচ্ছে পরিবেশ, স্বাস্থ্যঝুঁকিতে পড়েছে অন্তত হাজার পরিবার। তিন পাশে ফসলি জমি, ফলজ ও বনজ গাছপালা, শিক্ষা প্রতিষ্ঠান আর বাড়িঘর। একপাশে শীলা নদী। মাঝে অবৈধ ড্রাম চিমনীর ইটভাটাটি।এ মৌসুমে ইটভাটাটি চালুর উদ্যোগ নিলেই এলাকাবাসী বাঁধা দেয়।

তারা জেলা প্রশাসনের লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র বিহীন এই অবৈধ ইটভাটাটি বন্ধের জন্য পরিবেশ অধিদপ্তরে অভিযোগ দেয়। পরে পরিবেশ অধিদপ্তর গত ২১ নভেম্বর ভাটায় অভিযান চালিয়ে সেটি বন্ধ করতে নির্দেশ দেয়।

কিন্ত সেই নির্দেশের তোয়াক্কা না করে অভিযানের তিন দিন পরেই মালিক হাবিবুল্লাহ ড্রামচিমনি স্থাপন করে, আগুন দিয়ে ভাটাটি চালু করে দেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোঃ হাবিবুল্লাহ নামে এক ব্যক্তি যৌথ দুই বছর আগে অনুমোদনহীন ড্রাম চিমনীর ইটভাটাটি স্থাপন করেন। এরপর থেকেই ফল ও ফসলের উৎপাদন কমে গেছে গ্রামটিতে।

শুধু তাই নয় শীলা নদীর সেচ ড্রেইন দখল করে নেওয়ায় কৃষকের ৪০০ হেক্টর জমি অনাবাদি হয়ে পড়ার ঝুঁকিও দেখা দিয়েছে।

তবে ইটভাটার মালিক মোঃ হাবিবুল্লাহ বলেন, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা আমাদের ইটভাটা পরিদর্শন করে গিয়েছেন। তারা আমাদের কিছুই বলেনি।

পরিবেশ অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় পরিচালক মোঃ ফরিদ আহহেদ বলেন, ড্রাম চিমনীর এই অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে সকল কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল। খবর পেয়েছি নির্দেশ অমান্য করে ইটভাটাটি চালু করা হয়েছে। অচিরেই অভিযান চালিয়ে ইটভাটাটি উচ্ছেদ করে দেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম বলেন, লোকালয়, ফসলি জমি ও শিক্ষা প্রতিষ্ঠানের পাশে ইটভাটা স্থাপন করা বেআইনি। শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Please Share This Post in Your Social Media


ময়মনসিংহে অবৈধ ইটভাটায় ঝুঁকিতে হাজার পরিবার

Update Time : ০৮:৫০:১১ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২০

ময়মনসিংহ প্রতিনিধি :

ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার চামুরথা গ্রামে এমবিবি নামের ইটভাটায় প্রতিদিন পুড়ছে ৪০০ মণের বেশি কাঠ। এরফলে আশেপাশে ক্ষেতের ফসল উৎপাদন কমে যাচ্ছে, ভারসাম্য হারাচ্ছে পরিবেশ, স্বাস্থ্যঝুঁকিতে পড়েছে অন্তত হাজার পরিবার। তিন পাশে ফসলি জমি, ফলজ ও বনজ গাছপালা, শিক্ষা প্রতিষ্ঠান আর বাড়িঘর। একপাশে শীলা নদী। মাঝে অবৈধ ড্রাম চিমনীর ইটভাটাটি।এ মৌসুমে ইটভাটাটি চালুর উদ্যোগ নিলেই এলাকাবাসী বাঁধা দেয়।

তারা জেলা প্রশাসনের লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র বিহীন এই অবৈধ ইটভাটাটি বন্ধের জন্য পরিবেশ অধিদপ্তরে অভিযোগ দেয়। পরে পরিবেশ অধিদপ্তর গত ২১ নভেম্বর ভাটায় অভিযান চালিয়ে সেটি বন্ধ করতে নির্দেশ দেয়।

কিন্ত সেই নির্দেশের তোয়াক্কা না করে অভিযানের তিন দিন পরেই মালিক হাবিবুল্লাহ ড্রামচিমনি স্থাপন করে, আগুন দিয়ে ভাটাটি চালু করে দেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোঃ হাবিবুল্লাহ নামে এক ব্যক্তি যৌথ দুই বছর আগে অনুমোদনহীন ড্রাম চিমনীর ইটভাটাটি স্থাপন করেন। এরপর থেকেই ফল ও ফসলের উৎপাদন কমে গেছে গ্রামটিতে।

শুধু তাই নয় শীলা নদীর সেচ ড্রেইন দখল করে নেওয়ায় কৃষকের ৪০০ হেক্টর জমি অনাবাদি হয়ে পড়ার ঝুঁকিও দেখা দিয়েছে।

তবে ইটভাটার মালিক মোঃ হাবিবুল্লাহ বলেন, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা আমাদের ইটভাটা পরিদর্শন করে গিয়েছেন। তারা আমাদের কিছুই বলেনি।

পরিবেশ অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় পরিচালক মোঃ ফরিদ আহহেদ বলেন, ড্রাম চিমনীর এই অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে সকল কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল। খবর পেয়েছি নির্দেশ অমান্য করে ইটভাটাটি চালু করা হয়েছে। অচিরেই অভিযান চালিয়ে ইটভাটাটি উচ্ছেদ করে দেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম বলেন, লোকালয়, ফসলি জমি ও শিক্ষা প্রতিষ্ঠানের পাশে ইটভাটা স্থাপন করা বেআইনি। শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।