কমলার খোসাতেই হবে রূপচর্চা, রইল ৩ ফেসপ্যাক
- Update Time : ০৫:১১:১৮ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪
- / 34
প্রত্যেকের ত্বকের জন্য প্রয়োজন বিশেষ যত্ন। যেহেতু শীত আসছে, তাই এই সময়টাতে একটু বাড়তি যত্ন নিতেই হবে। কারণ, এ সময় ত্বক তার প্রাকৃতিক আর্দ্রতা হারাতে শুরু করে। ফলে ত্বক হয়ে যায় শুষ্ক ও রুক্ষ। এছাড়াও দেখা দেয় চুলকানি, র্যাশের মতো নানা সমস্যা।
কীভাবে ব্যবহার করবেন কমলালেবুর খোসা?
কমলালেবুর খোসার পাউডার বানিয়ে ব্যবহার করতে পারেন। কিন্তু পাউডার কীভাবে তৈরি করবেন, জানেন? তার জন্য কয়েকটি কমলালেবুর খোসা নিয়ে নিন। এবার সেই খোসাগুলো তাওয়ায় হালকা আঁচে ছেকে নিতে পারেন। তারপর রোদে শুকিয়ে নিন। খোসাগুলো শুকিয়ে গেলে গ্রাইন্ডারে গুঁড়া করে নিন। ব্যস তৈরি আপনার ফেসপ্যাকের উপকরণ। এটি আপনি সংগ্রহ করে রাখতে পারেন। তারপর অনেকদিন পর্যন্ত ব্যবহার করতে পারেন।
কী গুণ আছে কমলালেবুতে?
কমলালেবুতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিড্যান্টস। এই অ্যান্টি অক্সিড্যান্ট উপাদান ত্বক ভালো রাখতে সাহায্য করে। প্রিভেন্টিভ নিউট্রিশন এন্ড ফুড সায়েন্সে প্রকাশিত ২০১৪ সালের একটি গবেষণায় কমলালেবুর গুণের সম্পর্কে উল্লেখ করা হয়েছে।
কমলালেবুর খোসা দিয়ে কীভাবে বানাবেন ফেসপ্যাক। সেই সঙ্গে জেনে নিন তার ব্যবহার।
ইয়োগার্টের সঙ্গে: একটি পাত্রে এক টেবিল চামচ কমলালেবুর খোসা গুঁড়া নিন। তাতে নিতে হবে ২ টেবিল চামচ ইয়োগার্ট। এবার উপাদান দুটি ভালো করে মিশিয়ে নিন। ব্যস তৈরি ফেসপ্যাক। এবার এই ফেসপ্যাক মুখে, গালে, গলায় ভালো করে লাগিয়ে নিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন। তারপর ধুয়ে ফেলুন। কোনো নিমন্ত্রণ থাকলে যাওয়ার আগে এই ফেসপ্যাক লাগাতে পারেন। মুহূর্তেই মিলবে জেল্লা।
শীতের আগেই ত্বকের পরিচর্যায় গ্লিসারিনশীতের আগেই ত্বকের পরিচর্যায় গ্লিসারিন
চন্দনের সঙ্গে: এক টেবিল চামচ কমলালেবুর খোসার পাউডারের সঙ্গে ১ টেবিল চামচ চন্দনের গুঁড়া নিন। তার সঙ্গে মিশিয়ে নিন ১ টেবিল চামচ কাঠবাদামের গুঁড়া। এবার সঙ্গে ২-৩ টেবিল চামচ গোলাপ জল মিশিয়ে নিন। উপাদানগুলো ভালো করে মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন। এই মিশ্রণটি মুখে ও গলায় ভালো করে লাগিয়ে নিন। প্যাক মুখে লাগিয়ে ১০ মিনিট অপেক্ষা করুন, তারপর ধুয়ে ফেলুন। দেখবেন ত্বক জেল্লা দেবে।
ত্বকের জন্য টক দইয়ের ৫ ফেসপ্যাক ত্বকের জন্য টক দইয়ের ৫ ফেসপ্যাক
মুলতানি মাটির সঙ্গে: কমলালেবুর খোসার গুঁড়ার সঙ্গে মুলতানি মাটি মিশিয়ে তৈরি করতে পারেন ফেসপ্যাক। যাঁদের ত্বক ধরন তৈলাক্ত, তাঁদের জন্য এই ফেসপ্যাক দারুণ কাজের হবে। তবে শুষ্ক ত্বকে এই ফেসপ্যাক ব্যবহার না করাই ভালো। ১ টেবিল চামচ কমলালেবুর খোসার গুঁড়ার সঙ্গে ১ টেবিল চামচ মুলতানি মাটি মিশিয়ে নিন। তার সঙ্গে পরিমাণ মতো গোলাপ জল মিশিয়ে ফেসপ্যাক তৈরি করুন। এই ফেসপ্যাক শুষ্ক ত্বকের জন্যে বেশ কার্যকরী। এটি অতিরিক্ত তেল নিঃসরণ নিয়ন্ত্রণ করে। এই প্যাক মুখে, গলায় ও ঘাড়ে ভালো ভাবে লাগিয়ে, ১০ মিনিট অপেক্ষা করুন। তারপর ধুয়ে ফেলুন।