রাশিয়ায় ১৬ যাত্রী নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত

  • Update Time : ১২:৪৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অগাস্ট ২০২১
  • / 195

আন্তর্জাতিক ডেস্ক:

১৬ জন আরোহী নিয়ে রাশিয়ায় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। আজ বৃহস্পতিবার দেশটির পূর্বাঞ্চলীয় কামচাটকা উপত্যকার কুড়িল লেকে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় বলে দেশটির জরুরি সেবা বিভাগের বরাত দিয়ে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ওই হেলিকপ্টারটিতে ১৩ জন যাত্রী ও তিনজন ক্রু ছিলেন। ক্রু ছাড়া যাত্রীদের সবাই পর্যটক। বিমান বিধ্বস্ত হওয়ার পর ৯ জনকে জীবিত উদ্ধার করা হলেও এখনও ৭ জন নিখোঁজ রয়েছেন। পর্যটকদের পরিচয় সম্পর্কে কিছু জানা না গেলেও ধারণা করা হচ্ছে পর্যটকদের সবাই মস্কো ও সেন্ট পিটার্সবার্গের অধিবাসী।

কামচাটকা এলাকাটি মস্কো থেকে প্রায় ৬ হাজার কিলোমিটার পূর্বে অবস্থিত। হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর নিখোঁজদের উদ্ধারে ৪০ উদ্ধারকর্মী সেখানে কাজ শুরু করেছেন। তবে ঘন কুয়াশায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে বলে জানানো হয়েছে।

স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, দুর্ঘটনার পর এখন পর্যন্ত ৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান এখনও চলছে, তবে বাকি ৭ আরোহী বেঁচে আছেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে।

রাশিয়ান ইভেস্টিগেশন কমিটি-নভোস্তি জানিয়েছে, এ ঘটনায় ইতোমধ্যেই তদন্ত শুরু হয়েছে। আকাশপথে ভ্রমণে নিরাপত্তাবিধি লঙ্ঘন করা হয়েছে কি না, সেটি যাচাই করে দেখা হচ্ছে।

উল্লেখ্য, রাশিয়ার কামচাটকা উপত্যকাটি বিশাল ভূখণ্ডজুড়ে অবস্থিত। সেখানে মানুষের বসবাস অনেক কম থাকলেও প্রাকৃতিক সৌন্দর্য ও আগ্নেয়গিরির কারণে উপত্যকাটি পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। এর আগে গত জুলাই মাসেও সেখানে একটি বিমান দুর্ঘটনায় ২৮ জন নিহত হয়েছিলেন।

Please Share This Post in Your Social Media


রাশিয়ায় ১৬ যাত্রী নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত

Update Time : ১২:৪৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অগাস্ট ২০২১

আন্তর্জাতিক ডেস্ক:

১৬ জন আরোহী নিয়ে রাশিয়ায় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। আজ বৃহস্পতিবার দেশটির পূর্বাঞ্চলীয় কামচাটকা উপত্যকার কুড়িল লেকে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় বলে দেশটির জরুরি সেবা বিভাগের বরাত দিয়ে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ওই হেলিকপ্টারটিতে ১৩ জন যাত্রী ও তিনজন ক্রু ছিলেন। ক্রু ছাড়া যাত্রীদের সবাই পর্যটক। বিমান বিধ্বস্ত হওয়ার পর ৯ জনকে জীবিত উদ্ধার করা হলেও এখনও ৭ জন নিখোঁজ রয়েছেন। পর্যটকদের পরিচয় সম্পর্কে কিছু জানা না গেলেও ধারণা করা হচ্ছে পর্যটকদের সবাই মস্কো ও সেন্ট পিটার্সবার্গের অধিবাসী।

কামচাটকা এলাকাটি মস্কো থেকে প্রায় ৬ হাজার কিলোমিটার পূর্বে অবস্থিত। হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর নিখোঁজদের উদ্ধারে ৪০ উদ্ধারকর্মী সেখানে কাজ শুরু করেছেন। তবে ঘন কুয়াশায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে বলে জানানো হয়েছে।

স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, দুর্ঘটনার পর এখন পর্যন্ত ৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান এখনও চলছে, তবে বাকি ৭ আরোহী বেঁচে আছেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে।

রাশিয়ান ইভেস্টিগেশন কমিটি-নভোস্তি জানিয়েছে, এ ঘটনায় ইতোমধ্যেই তদন্ত শুরু হয়েছে। আকাশপথে ভ্রমণে নিরাপত্তাবিধি লঙ্ঘন করা হয়েছে কি না, সেটি যাচাই করে দেখা হচ্ছে।

উল্লেখ্য, রাশিয়ার কামচাটকা উপত্যকাটি বিশাল ভূখণ্ডজুড়ে অবস্থিত। সেখানে মানুষের বসবাস অনেক কম থাকলেও প্রাকৃতিক সৌন্দর্য ও আগ্নেয়গিরির কারণে উপত্যকাটি পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। এর আগে গত জুলাই মাসেও সেখানে একটি বিমান দুর্ঘটনায় ২৮ জন নিহত হয়েছিলেন।