সাগাইং অঞ্চলে কানি শহরের আশেপাশে বিভিন্ন স্থানে মরদেহগুলো পাওয়া গেছে বলে শুক্রবার জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। এরমধ্যে কিছু মরদেহে নির্যাতনের চিহ্নও রয়েছে বলে জানিয়েছেন বিদ্রোহী গোষ্ঠীর এক সদস্য।
সম্প্রতি কয়েক মাসে এই অঞ্চলে সামরিক শাসনের বিরোধীদের গড়ে তোলা বিদ্রোহীগোষ্ঠীগুলোর সঙ্গে সেনাবাহিনীর তুমুল লড়াই হয়েছে। তবে বার্তা সংস্থা রয়র্টাস মরদেহগুলো খুঁজে পাওয়ার দাবি নিরপেক্ষ সূত্রে যাচাই করতে পারেনি।
বিষয়টি সম্পর্কে জানার জন্য সামরিক বাহিনীর মুখপাত্রের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনও সাড়া পাওয়া যায়নি।