গাজায় ইসরায়েলের হামলায় শিশুসহ নিহত বেড়ে ২২৭

  • Update Time : ১২:১৬:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১
  • / 177
আন্তর্জাতিক ডেস্ক:

গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে দাঁড়িয়েছে ২২৭ জনে। নিহতদের মধ্যে রয়েছেন ৩৮ জন নারী ও ৬৪ জন শিশু। এছাড়া আহতের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ছয়শ ২০ জনে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। আলজাজিরার প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

এমন সহিংসতা নিয়ে চতুর্থবারের মতো বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি হামলার কমানোর বিষয়ে কথা বলেছেন। সেই সঙ্গে তিনি যুদ্ধবিরতির বিষয়েও কথা বলেছেন। এমনটিই জানিয়েছে হোয়াইট হাউস। এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

এদিকে, গাজায় ইসরায়েলি সহিংসতা নিয়ে যুদ্ধবিরতির কূটনৈতিক প্রচেষ্টা চালানো হলেও খুব বেশি অগ্রগতি হয়নি। ইসরায়েলি হামলা শুরুর পর গত এক সপ্তাহে তিনবার বৈঠকে বসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। কিন্তু যুক্তরাষ্ট্রের বিরোধিতার কারণে এখন পর্যন্ত হামলা বন্ধের আহ্বান জানিয়ে কোনো বিবৃতি নিরাপত্তা পরিষদ দিতে পারেনি।

Tag :

Please Share This Post in Your Social Media


গাজায় ইসরায়েলের হামলায় শিশুসহ নিহত বেড়ে ২২৭

Update Time : ১২:১৬:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১
আন্তর্জাতিক ডেস্ক:

গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে দাঁড়িয়েছে ২২৭ জনে। নিহতদের মধ্যে রয়েছেন ৩৮ জন নারী ও ৬৪ জন শিশু। এছাড়া আহতের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ছয়শ ২০ জনে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। আলজাজিরার প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

এমন সহিংসতা নিয়ে চতুর্থবারের মতো বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি হামলার কমানোর বিষয়ে কথা বলেছেন। সেই সঙ্গে তিনি যুদ্ধবিরতির বিষয়েও কথা বলেছেন। এমনটিই জানিয়েছে হোয়াইট হাউস। এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

এদিকে, গাজায় ইসরায়েলি সহিংসতা নিয়ে যুদ্ধবিরতির কূটনৈতিক প্রচেষ্টা চালানো হলেও খুব বেশি অগ্রগতি হয়নি। ইসরায়েলি হামলা শুরুর পর গত এক সপ্তাহে তিনবার বৈঠকে বসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। কিন্তু যুক্তরাষ্ট্রের বিরোধিতার কারণে এখন পর্যন্ত হামলা বন্ধের আহ্বান জানিয়ে কোনো বিবৃতি নিরাপত্তা পরিষদ দিতে পারেনি।