ভারতের পর এবার বাংলাদেশ থেকেও ইতালি প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার। বুধবার ভারত থেকে আসা ২১৪ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে নেয়া হয়েছে। এর আগে আসা ৩০০ জনকে পুলিশ এখনো খুঁজে বেড়াচ্ছে।
দেশটির স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ভারতে করোনার ভয়াবহতা বেড়ে যাওয়ায় বাংলাদেশিদেরও ইতালিতে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
মঙ্গলবার রাতে এক অধ্যাদেশে দেশটির স্বাস্থ্যমন্ত্রী স্পারান্সা স্বাক্ষর করার পর থেকেই এ আদেশ কার্যকর হয়েছে। এতে বলা হয়, গত ১৪ দিন ভারত কিংবা বাংলাদেশে অবস্থান করেছেন এমন কোন যাত্রীকে ইতালিতে প্রবেশ করতে দেওয়া হবে না। ভারত এবং বাংলাদেশের করোনা পরিস্থিতির ওপর তাদের ইতালি সরকার নজর রাখছে বলেও জানানো হয়।
বাংলাদেশিদের ইতালি প্রবেশে নিষেধাজ্ঞা জারি করায় সমুদ্রসৈকতের গ্রীষ্মকালীন ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হবেন বলে আশঙ্কা করা হচ্ছে। যাদের বেশির ভাগই বছরে মাত্র ৩ মাস সি বিচে ব্যবসা করে থাকেন।