গোরস্থানে লাশ দাফনের জায়গা নেই ভারতে
- Update Time : ১২:২৮:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৮ এপ্রিল ২০২১
- / 183
মাটিতে হাত চাপড়ে এক তরুণ বিলাপ করছিলেন। তখন অ্যাম্বুলেন্স থেকে তার বাবার মরদেহ বের করা হচ্ছিল। পাশেই তাড়াহুড়ো করে খনন করা কবরে তাকে দাফন করা হবে।
ভারতের রাজধানী নয়াদিল্লিতে করোনায় আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এমন খবর দিয়েছে।
বাবাকে হারিয়ে তরুণটি আক্ষেপ করে বলেন, আপনি আমাকে ঘরের বাইরে যেতে না করেছেন। কিন্তু আমি তা শুনিনি। এটা আমারই ভুল। আমি ক্ষমা চাচ্ছি। আমাকে ক্ষমা করে দিন।
কর্তৃপক্ষ জানিয়েছে, করোনা মৃতদের জন্য শহরের মূল গোরস্থানের জায়গা শেষ হয়ে যাচ্ছে।
দেশটিতে প্রতিদিন সংক্রমণ নতুন মাইলফলক স্পর্শ করছে। ১৪০ কোটি বেশি জনসংখ্যার দেশ ভারতে গত দুই দিনে গড়ে দুই লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন।
আর সবচেয়ে বেশি আক্রান্ত শহর হিসেবে মুম্বাইকে ছাড়িয়ে যাচ্ছে দিল্লি।
শুক্রবার (১৬ এপ্রিল) শহরের উপকণ্ঠে জাদিদ কবরস্থানে একের পর এক অ্যাম্বুলেন্সের বহর আসতে দেখা গেছে।
সেখানে বড় খালি একটি অংশও কোভিড-১৯ মৃতদের দাফনে বরাদ্দ দেওয়া হয়েছে।
যতদূর চোখ যায়, সীমানা দেয়াল পর্যন্ত কবরস্থান চলে গেছে। সেখানে আরও মরদেহ দাফনের জন্য খুব বেশি জায়গা বাকি নেই।
খবরখননকারীদের প্রধান মোহাম্মদ শামীম বলেন, আমাদের এখন মরদেহ ফিরিয়ে দিতে হচ্ছে। গতকাল ১৯টি লাশ আসলে আমরা কেবল ১৫টি দাফন করতে পেরেছি।