কপ-২৬ সামিট: ট্রাম্পের কাজের জন্য ক্ষমা চাইলেন বাইডেন
- Update Time : ১২:৪৪:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১
- / 180
আন্তর্জাতিক ডেস্ক:
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ট্রাম্প প্রশাসনের প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরে যাওয়ার জন্য বিশ্ব নেত্রবৃন্দের কাছে ক্ষমা চেয়েছেন।
সোমবার (১ নভেম্বর) ছাব্বিশতম বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-২৬) স্কটল্যান্ডের গ্লাসগোতে বাইডেন এ অনুভূতি প্রকাশ করেন। আন্তর্জাতিক বার্তাসংস্থা সিএনএন এ তথ্য নিশ্চিত করেছে।
গ্লাসগোতে অনুষ্ঠিত ওই ইভেন্টে সংহতি প্রকাশ করে বাইডেন বলেন, আমি মনে হয় আমার ক্ষমা চাওয়া উচিত নয়, তবুও আমি ক্ষমা চাইব- যুক্তরাষ্ট্রের – শেষ প্রশাসনের জন্য যারা প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরে গিয়ে আমাদেরকে পেছনে নিয়ে গেছে।
তিনি বলেন, “গ্লাসগোতে আমাদের এই সাক্ষাৎ যাত্রার শেষ নয়…আমরা সবাই তা জানি…”
যদিও জলবায়ু পরিবর্তনের প্রতি মার্কিন প্রতিশ্রুতি প্রদর্শনের জন্য জো বাইডেন চাপের মধ্যে রয়েছেন।
স্কটল্যান্ডের গ্লাসগোতে শুরু হওয়া এ বিশ্ব জলবায়ু সম্মেলন (কপ-২৬) আগামী ১২ নভেম্বর পর্যন্ত এই সম্মেলন চলবে।
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় এই সম্মেলনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। প্যারিস চুক্তি পরবর্তী সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সম্মেলন বড় ধরনের পরিবর্তন আনতে পারে আশা করা হচ্ছে।