ভারতের বিপক্ষে আজই সিরিজ জয়ের লক্ষ্য টাইগ্রেসদের
- Update Time : ১১:১৪:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০২৩
- / 114
স্পোর্টস ডেস্কঃ
ইতিহাসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আর মাত্র একটি জয় পেলেই ভারতের বিপক্ষে প্রথমবারের মত ওয়ানডে সিরিজ জয়ের নজির গড়বে টাইগ্রেসরা।
সিরিজ জয়ের স্বপ্ন নিয়ে আজ বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে শক্তিশালী ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।
প্রথম ওয়ানডেতে ভারতকে বৃষ্টি আইনে ৪০ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। এই ফরম্যাটে ভারতের বিপক্ষে প্রথম জয়ের স্বাদ নেয় নিগার সুলতানার জ্যোতির দল।
বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা বলেন, ‘ওয়ানডেতে প্রথমবার ভারতকে হারানোর স্বাদ পেয়েছি আমরা। এর আগে তাদের বিপক্ষে টি-টোয়েন্টিতে জিতেছি আমরা। মিরপুরেই জয় এসেছে। আমি মনে করি, এই জয় ইতিহাসের অংশ। আমরা নিজেদের আরও ভালোভাবে গড়ে তুলে নতুন ইতিহাস সৃষ্টি করতে চাই।’
তিনি আরও বলেন, ‘দীর্ঘদিন পর ওয়ানডেতে জয় পাওয়া সত্যিই আনন্দদায়ক। এটি দলের জন্য এবং আমাদের দেশের জন্য একটি যুগান্তকারী অর্জন। নিশ্চিতভাবে এই জয় ভবিষ্যতে আরও ভালো খেলতে আমাদের উৎসাহিত করবে।’
বৃষ্টির কারণে প্রথম ওয়ানডেটি ৪৪ ওভারে অনুষ্ঠিত হয়। ৪৩ ওভারে ১৫২ রানে অলআউট হয় বাংলাদেশ। অল্প পুঁজির পরও বোলিং বৈচিত্র্যের কারণে প্রতিপক্ষকে আটকানো সম্ভব হয়েছে। ৩৫ দশমিক ৫ ওভারে ভারতকে ১১৩ রানে গুটিয়ে দেয় বাংলাদেশের বোলাররা।
দলের পক্ষে সর্বোচ্চ উইকেট নেন পেসার মারুফা আক্তার। ২৯ রানে ৪ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং করেন তিনি। মারুফার বোলিং নৈপুন্যের সামনে মুখ থুবড়ে পড়ে ভারতের বিশ্বমানের ব্যাটিং লাইন।
জ্যোতি বলেন, ‘দলীয় সংগ্রহ স্বল্প থাকায় আমরা শুরুতেই উইকেট পেতে মরিয়া ছিলাম। শুরুতে উইকেট শিকার সবসময় বাড়তি আত্মবিশ্বাস দেয়। জানতাম, তারা ব্যাটিংয়ে বেশি নির্ভরশীল। কোচ আমাদের বলেছিলেন, পাওয়ারপ্লেতে আমাদের উইকেট পেতে হবে। আমরা তাদের চাপে রাখতে চেয়েছি।’
তিনি আরও বলেন, ‘ভারতের প্রধান ব্যাটার স্মৃতি মান্ধানা এবং হরমনপ্রীত কৌর। তাদের আউট করার পর বাকি ব্যাটাররা ভালো করতে পারেনি।’
মারুফার বোলিংয়ের প্রশংসা করেছেন জ্যোতি। ভারতীয় ব্যাটিং লাইন আপে আবারও মারুফা ধ্বস নামাবেন আশা করছেন জ্যোতি।
অধিনায়ক বলেন, ‘মাঝে মাঝে অসাধারণ পারফরমেন্স করেছেন মারুফা। নতুন এবং পুরানো বলে ভাল বোলিং করেছেন। নিজের বোলিং নিয়ে খুব বেশি ভাবেন না তিনি এবং অতিরিক্ত কিছু করেননি। দলের প্রয়োজনে বোলিং করতে চান ও নিজের শক্তিকে কাজে লাগান তিনি। এটা আমাদের সাহায্য করে। নতুন বলে তার স্বাভাবিক ইনসুইংয়ের বিপক্ষে প্রতিপক্ষে ব্যাটারদের সংগ্রাম করতে হয়েছে।’
বাংলাদেশের ব্যাটিংয়ে আরও উন্নতি চান দলের কোচ হাসান তিলকরত্নে। তিনি বলেন, প্রতি ম্যাচে বিশেষ করে ভারতের মতো প্রতিপক্ষের বিপক্ষে একই ধরণের ভুল করা যাবে না।