শেষ ওয়ানডেতে টস জিতে ব্যাটের সিদ্ধান্ত আফগানদের

  • Update Time : ০১:৪৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩
  • / 128

স্পোর্টস ডেস্ক

শেষ ওয়ানডেতে টস জিতে ব্যাটের সিদ্ধান্ত আফগানদের
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে দুপুর দুইটায়।

প্রথম ম্যাচে বৃষ্টির কারণে ডিএল মেথডে ১৭ রানে পরাজয়ের পর দ্বিতীয় ম্যাচে আরও বড় পরাজয় দেখে টিম টাইগার্স। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এখন বাংলাদেশ দাঁড়িয়ে রয়েছে হোয়াইওয়াশের লজ্জার সামনে।

বাংলাদেশ তাদের বোলিং আক্রমণে পরিবর্তন এনেছে। তিনটি বদল একাদশে। এবাদত হোসেন ইনজুরিতে মাঠের বাইরে। মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদকে বিশ্রাম দেওয়া হয়েছে। দলে জায়গা পেয়েছেন তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

আফগানিস্তানের একাদশে দুটি পরিবর্তন। লেগস্পিনার রশিদ খান ও পেসার মোহাম্মদ সেলিমকে বিশ্রাম দেওয়া হয়েছে। তাদের জায়গা নিয়েছেন আব্দুল রহমান ও জিয়াউর রহমান।

বাংলাদেশ একাদশ: মোহাম্মদ নাঈম, লিটন দাস (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটকিপার), আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম।

আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদী (অধিনায়ক), নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, আজমতউল্লাহ ওমরজাই, মুজিব উর রহমান, ফজল হক ফারুকী, আব্দুল রহমান ও জিয়াউর রহমান।

Tag :

Please Share This Post in Your Social Media


শেষ ওয়ানডেতে টস জিতে ব্যাটের সিদ্ধান্ত আফগানদের

Update Time : ০১:৪৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩

স্পোর্টস ডেস্ক

শেষ ওয়ানডেতে টস জিতে ব্যাটের সিদ্ধান্ত আফগানদের
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে দুপুর দুইটায়।

প্রথম ম্যাচে বৃষ্টির কারণে ডিএল মেথডে ১৭ রানে পরাজয়ের পর দ্বিতীয় ম্যাচে আরও বড় পরাজয় দেখে টিম টাইগার্স। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এখন বাংলাদেশ দাঁড়িয়ে রয়েছে হোয়াইওয়াশের লজ্জার সামনে।

বাংলাদেশ তাদের বোলিং আক্রমণে পরিবর্তন এনেছে। তিনটি বদল একাদশে। এবাদত হোসেন ইনজুরিতে মাঠের বাইরে। মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদকে বিশ্রাম দেওয়া হয়েছে। দলে জায়গা পেয়েছেন তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

আফগানিস্তানের একাদশে দুটি পরিবর্তন। লেগস্পিনার রশিদ খান ও পেসার মোহাম্মদ সেলিমকে বিশ্রাম দেওয়া হয়েছে। তাদের জায়গা নিয়েছেন আব্দুল রহমান ও জিয়াউর রহমান।

বাংলাদেশ একাদশ: মোহাম্মদ নাঈম, লিটন দাস (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটকিপার), আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম।

আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদী (অধিনায়ক), নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, আজমতউল্লাহ ওমরজাই, মুজিব উর রহমান, ফজল হক ফারুকী, আব্দুল রহমান ও জিয়াউর রহমান।