যে দুইজনের ওপর অভিমান করে অবসর নিলেন তামিম!
- Update Time : ০৭:১৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩
- / 349
নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশের ক্রিকেটে অসীম সাহস নিয়ে প্রতিপক্ষের বোলারদের শাসন করা ওপেনারের নাম তামিম ইকবাল খান। আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজারের বেশি রানের মালিক হঠাৎ করেই সবাইকে চমকে দিয়ে বৃহস্পতিবার ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন।
আফগানিস্তানের বিরুদ্ধে চলমান ওয়ানডে সিরিজের প্রথমটিতে হেরে যাওয়ার পর দলের প্রধান কোচ চান্দিকা হাতরুসিংহে এবং টেস্ট ও টি-২০ দলের অধিনায়ক সাকিব আল হাসান তাকে খুব চেপে ধরেন। ইনজুরি থেকে ফিরে পুরোপুরি ফিট না হলেও প্রথম ওয়ানডেতে অনেকটা কোচের ইচ্ছের বিরুদ্ধে মাঠে নামেন ওয়ানডে অধিনায়ক তাকে।
বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে থাকা বিশস্ত একটি সূত্র জানিয়েছে, প্রথম ওয়ানডেতে আফগানিস্তানের বিরুদ্ধে ওপেনিংয়ে নেমে তামিম ২১ বলে ২ চারে ১৩ রান করে ড্রেসিংরুমে ফেরার পরই কটু কথা বলতে শুরু করেন সাকিব এবং হেড কোচ হাতুরুসিংহে। এরপরই অনেকটা ধাক্কা খান তামিন ইকবাল। তিনি প্রতি উত্তরে বলেছিলেন, এখনো ৯ উইকেট হাতে আছে। এত রিয়েক্ট করার কি আছে? এতেও ক্ষান্ত হননি দুইজন।
মূলত সাকিব আল হাসান এবং হাতুরুসিংহের ওপর অভিমান করেই চলমান সিরিজের মাঝপথেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন তামিম ইকবাল খান।
সূত্র: ভোরের পাতা