তৃতীয় দিনেই জয় তুলে নিতে মুখিয়ে টাইগাররা

  • Update Time : ১০:৩৫:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩
  • / 142

স্পোর্টস ডেস্কঃ

মিরপুর টেস্টে ব্যাট-বলে আধিপত্য বাংলাদেশের। তৃতীয় দিনেই জয় তুলে নিতে মুখিয়ে আছে টাইগাররা। প্রথম ইনিংসে আয়ারল্যান্ডের করা ২১৪ রানের জবাবে মুশফিকের সেঞ্চুরিতে ৩৬৯ রান করে স্বাগতিকরা। ১৫৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ২৭ রান তুলে দ্বিতীয় দিন শেষ করে আয়ারল্যান্ড। ইনিংস হার এড়াতে এখনও ১২৮ রান দরকার আইরশিদের। হাতে আছে ৬ উইকেট।

১৫৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়ে আয়ারল্যান্ড। মাত্র ১৩ রান তুলতেই ৪ উইকেট হারায় তারা। সাকিব ও তাইজুল দুইটি করে উইকেট নেন।

এরপর টেকটর ৮ ও মোর ১০ রানে অপরাজিত থেকে বাকি সময়টা পার করেন।

এরআগে, ২ উইকেটে ৩৪ রান নিয়ে দ্বিতীয় দিন ব্যাট করতে নেমে শুরুটা ভাল করেনি টাইগাররা। নিজের ১২ রানের সাথে মাত্র ৫ রান যোগ করেই বোল্ড হন মুমিনুল হক।

চতুর্থ উইকেট জুটিতে ১৫৯ রান তুলে প্রাথমিক বিপর্যয় সামাল দেন সাকিব ও মুশফিক। সাকিব হাফ সেঞ্চুরি পূর্ণ করে মাত্র ১৩ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হন। ৯৪ বলে ১৪ চারে ৮৭ রান করেন কাপ্তান।

তবে ক্যারিয়ারের দশম সেঞ্চুরি তুলে নেন মুশফিক। ১৬৬ বলে ১৫ চার ও ১ ছক্কায় ১২৬ রান করেন মিস্টার ডিপেন্ডেবল। মাঝে ৪১ বলে ৪৩ রানের ঝড়ো ইনিংস খেলেন লিটন দাস।

এরপর মেহেদী হাসান মিরাজ হাফ সেঞ্চুরি পূর্ণ করলেও সঙ্গির অভাবে ইনিংসটাকে লম্বা করতে পারেননি। ৮০ বলে ৬ চারে ৫৫ রান করলে ৩৬৯ রানে শেষ হয় বাংলাদেশের প্রথম ইনিংস।

এরআগে প্রথম ইনিংসে ২১৪ রান তোলে আয়ালল্যান্ড।

Tag :

Please Share This Post in Your Social Media


তৃতীয় দিনেই জয় তুলে নিতে মুখিয়ে টাইগাররা

Update Time : ১০:৩৫:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩

স্পোর্টস ডেস্কঃ

মিরপুর টেস্টে ব্যাট-বলে আধিপত্য বাংলাদেশের। তৃতীয় দিনেই জয় তুলে নিতে মুখিয়ে আছে টাইগাররা। প্রথম ইনিংসে আয়ারল্যান্ডের করা ২১৪ রানের জবাবে মুশফিকের সেঞ্চুরিতে ৩৬৯ রান করে স্বাগতিকরা। ১৫৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ২৭ রান তুলে দ্বিতীয় দিন শেষ করে আয়ারল্যান্ড। ইনিংস হার এড়াতে এখনও ১২৮ রান দরকার আইরশিদের। হাতে আছে ৬ উইকেট।

১৫৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়ে আয়ারল্যান্ড। মাত্র ১৩ রান তুলতেই ৪ উইকেট হারায় তারা। সাকিব ও তাইজুল দুইটি করে উইকেট নেন।

এরপর টেকটর ৮ ও মোর ১০ রানে অপরাজিত থেকে বাকি সময়টা পার করেন।

এরআগে, ২ উইকেটে ৩৪ রান নিয়ে দ্বিতীয় দিন ব্যাট করতে নেমে শুরুটা ভাল করেনি টাইগাররা। নিজের ১২ রানের সাথে মাত্র ৫ রান যোগ করেই বোল্ড হন মুমিনুল হক।

চতুর্থ উইকেট জুটিতে ১৫৯ রান তুলে প্রাথমিক বিপর্যয় সামাল দেন সাকিব ও মুশফিক। সাকিব হাফ সেঞ্চুরি পূর্ণ করে মাত্র ১৩ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হন। ৯৪ বলে ১৪ চারে ৮৭ রান করেন কাপ্তান।

তবে ক্যারিয়ারের দশম সেঞ্চুরি তুলে নেন মুশফিক। ১৬৬ বলে ১৫ চার ও ১ ছক্কায় ১২৬ রান করেন মিস্টার ডিপেন্ডেবল। মাঝে ৪১ বলে ৪৩ রানের ঝড়ো ইনিংস খেলেন লিটন দাস।

এরপর মেহেদী হাসান মিরাজ হাফ সেঞ্চুরি পূর্ণ করলেও সঙ্গির অভাবে ইনিংসটাকে লম্বা করতে পারেননি। ৮০ বলে ৬ চারে ৫৫ রান করলে ৩৬৯ রানে শেষ হয় বাংলাদেশের প্রথম ইনিংস।

এরআগে প্রথম ইনিংসে ২১৪ রান তোলে আয়ালল্যান্ড।