দুর্ঘটনায় আহত অভিনেতা জোনায়েদের মস্তিষ্কে অস্ত্রোপচার আজ
- Update Time : ০২:৩৮:৫১ অপরাহ্ন, শনিবার, ২৮ অগাস্ট ২০২১
- / 154
আরাবি ইসলাম কাইয়ুম:
রাজধানীর গুলশানে গভীর রাতে সড়ক দুর্ঘটনায় গুরুত্বর আহত ‘নেটওয়ার্কের বাইরে’ চলচ্চিত্রের চার অভিনেতা-অভিনেত্রীর মধ্যে অভিনেতা জোনায়েদ বোগদাদীর মস্তিষ্কে অস্ত্রোপচার করা হবে আজ।
এ দুর্ঘটনায় অপর তিন অভিনেতা শরিফুল রাজের হাতের হাড়, নাজিফা তুষির ঘাড়ের হাড় সরে গেছে। খায়রুল বাসারের পাঁজরের দুটি হাড় ভেঙে গেছে।
তারা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসকের পর্যবেক্ষণে আছেন। এ তথ্য ফেসবুকে জানিয়েছেন ‘নেটওয়ার্কের বাইরে’ সিনেমার পরিচালক মিজানুর রহমান আরিয়ান।
তিনি ফেসবুক পোস্টে লিখেছেন, অভিনেতা জোনায়েদ বোগদাদী মাথায় আঘাত পেয়েছেন। তিনি এখন কথা বলতে পারছেন। শনিবার তার মাথায় অস্ত্রোপচার করার কথা রয়েছে।
গুলশানের এই দুর্ঘটনায় আহত অভিনেতা শরিফুল রাজের বন্ধু নাফিজ মোহাম্মদ ইসমাইলও একই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
মাথায় অস্ত্রোপচারের প্রস্তুতির মধ্যেই শুক্রবার বিকালে পরিবারের সদস্যরা তাকে নিয়ে গেছেন। নাফিজকে এখন কোন হাসপাতালে নেওয়া হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি তিনি।
প্রসঙ্গত, বৃহস্পতিবার রাত ৩ টার দিকে গুলশান এভিনিউয়ে সড়ক দুর্ঘটনায় আহত হন চার শিল্পীসহ চারজন।তারা ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছিলেন।তারা হাসপাতালের চিকিৎসক রেজাউল করিমের তত্ত্বাবধানে আছেন বলে জানিয়েছেন পরিচালক।