আজও কাঠগড়ায় দাঁড়িয়ে অঝোরে কাঁদলেন পরীমনি
- Update Time : ১১:২১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অগাস্ট ২০২১
- / 206
বিনোদন প্রতিবেদক:
অন্যান্য দিনের মতো আজও আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে অঝোরে কেঁদেছেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনি।
মাদক মামলায় রিমান্ড ও জামিন শুনানিতে চিত্রনায়িকা পরীমনিকে বৃহস্পতিবার সকাল ৮টা ২৫ মিনিটে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়।
এ সময় তাকে রাখা হয় আদালতের হাজতখানায়। এরপর বেলা সাড়ে ১১টার দিকে তাকে নেওয়া হয় আদালতের কাঠগড়ায়। কাঠগড়ায় উঠেই অঝোরে কাঁদতে থাকেন পরীমনি। বারবার তাকে হাত দিয়ে চোখের পানি মুছতে দেখা যায়।
এদিন ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলাম শুনানি শেষে নায়িকার একদিনের রিমান্ড মঞ্জুর করেন। এ নিয়ে তৃতীয় দফায় তার রিমান্ড মঞ্জুর করা হলো।
এর আগেও আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে কাঁদতে দেখা গেছে আলোচিত এই চিত্রনায়িকাকে।
Tag :
পরীমনি