ছাত্রকে জুতাপেটা, বিতর্কের মুখে রাহাত ফতেহ আলি খান
- Update Time : ১২:১০:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০২৪
- / 125
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে প্রখ্যাত পাকিস্তানি গায়ক ওস্তাদ রাহাত ফতেহ আলি খানের একটি ভিডিও। যেখানে দেখা যায়, এক ব্যক্তিকে তিনি নির্মমভাবে মারধর করছেন। আন্তর্জাতিকভাবে প্রশংসিত এই গায়কের এমন কাণ্ডে নেটদুনিয়ায় সমালোচনার ঝড় বইছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।
উত্তরাধিকারসূত্রে পরিবার থেকেই গানের প্রতিভা পেয়েছেন রাহাত ফতেহ আলি। সর্বকালের সর্বশ্রেষ্ঠ কাওয়াল শিল্পী হিসেবে গণ্য করা হয় তাকে। এমন গুণী মানুষের হাতেই কিনা শারীরিক নির্যাতন! অবাক হয়েছেন নেটিজেনরা।
শনিবার (২৭ জানুয়ারি) রাতে ভাইরাল এ ভিডিওতে দেখা গেছে, এক যুবককে থাপ্পড় ও লাথি মারছেন রাহাত। এমনকি জুতা দিয়ে তাকে মারতেও দেখা গেছে। এ সময় ভিকটিম তাকে না মারার জন্য অনুরোধ করেন। পরে কয়েকজন এসে রাহাত ফতেহ আলি খানের হাত থেকে ওই যুবককে ছাড়ানোর চেষ্টা করেন।
এরপরই গায়ককে নিয়ে বিতর্কের শুরু। তার এমন আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। তবে এ ঘটনাকে রাহাত ‘অভ্যন্তরীণ বিষয়’ বলে দাবি করছেন! নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিওবার্তা দেন তিনি। বলেন, ‘এটা শিক্ষক ও ছাত্রের অভ্যন্তরীণ বিষয়। আমরা একজন ছাত্রকে ভালো কাজের জন্য ভালোবাসি, সেইসঙ্গে সে ভুল করলে তাকে শাস্তি দিই।’
তিনি আরও বলেন, ‘আমি পানির বোতলের কথা ভুলে গিয়েছিলাম; যা আমার পীর দিয়েছিলেন। তবে এ ঘটনায় আমি আমার ছাত্র নাভিদ হুসনাইনের কাছে ক্ষমাও চেয়েছি।’