ভারতের পর বাংলাদেশেও ‘ফ্লপ’ সালমানের সিনেমা
- Update Time : ১১:২৯:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩
- / 164
বিনোদন ডেস্কঃ
বাংলাদেশে ভালো চলছে না বলিউড স্টার সালমান খান অভিনীত সিনেমা ‘কিসি কা ভাই কিসি কি জান’। ২৫ আগস্ট (শুক্রবার) দেশের ৩২টি সিনেমা হলে মুক্তি পেয়েছে ছবিটি।
ভারতেও সিনেমাটি ভালো চলেনি। সালমান খানের এই সিনেমা বাংলাদেশে মুক্তি পেয়েছে ভারতে মুক্তির কয়েক মাস পর।
স্টার সিনেপ্লেক্সের পাঁচ শাখায় প্রতিদিন ‘কিসি কা ভাই কিসি কি জান’-এর ১৮টি শো দেখানো হচ্ছে বলে জানা গেছে। প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘ছবিটি একেবারেই চলছে না। অবশ্য এটি থেকে আমরা খুব একটা প্রত্যাশাও করিনি। একে তো পুরোনো সিনেমা, ওটিটিতেও চলে এসেছে অনেক আগে। তা ছাড়া ভারতেও চলেনি সিনেমাটি। তাই এখানে চার-পাঁচশ টাকা খরচ করে কে দেখবে এই সিনেমা!’
ঢাকার লায়ন সিনেমাস, ব্লকবাস্টার সিনেমাস, চট্টগ্রামের সিলভার স্ক্রিনসহ অন্য হলগুলোর অবস্থা একই।
মধুমিতা সিনেমা হলের কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ জানান, ‘সালমান খানের এই ছবি তারকাবিহীন বাংলাদেশের যে কোনো সিনেমার চেয়েও খারাপ যাচ্ছে।’
ফরহাদ সামজি পরিচালিত ‘কিসি কা ভাই কিসি কি জান’- সিনেমায় সালমান খানের নায়িকা পূজা হেগড়ে। এ ছাড়াও অভিনয় করেছেন জগপতি বাবু, জেসি গিল, ভেঙ্কটেশ, রাঘব জুয়াল, শেহনাজ গিল, পলক তিওয়ারি সতীশ কৌশিক প্রমুখ।
প্রায় ২২৫ কোটি রুপি খরচ করে নির্মিত হয়েছে ‘কিসি কা ভাই কিসি কি জান’। ভারত থেকে এটি ১১০ কোটি ৫৩ লাখ রুপি আয় করতে পেরেছে বলে সংবাদমাধ্যমের খবরে জানা যায়। বিশ্বব্যাপী এর আয় ১৮২ কোটি রুপি। এমনকি বক্স অফিস থেকে বাজেটের টাকাও তুলতে পারেনি ছবিটি।