পাকিস্তানের সম্মাননা পাচ্ছেন ‘আম্মাজান’খ্যাত শবনম

  • Update Time : ১২:৫৭:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০২৩
  • / 202

বিনোদন ডেস্ক

পাকিস্তানের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার সিতারা-ই-ইমতিয়াজ সম্মাননা পেতে চলেছেন ‘আম্মাজান’খ্যাত অভিনেত্রী শবনম। পাকিস্তানের চলচ্চিত্রে অবদান এবং রাষ্ট্রের প্রতি সেবার জন্য এ সম্মাননা পাচ্ছেন তিনি।

দীর্ঘ ক্যারিয়ারে অভিনেত্রী শবনম বাংলাদেশ ও পাকিস্তানের চলচ্চিত্রে কাজ করেছেন। অভিনয়ে মুনশিয়ানা দেখিয়ে অর্জন করেছেন অসংখ্য সম্মাননা ও পুরস্কার। সে দেশে তাকে ‘মহানায়িকা’ অভিহিত করা হয়।

পাকিস্তানি সংবাদমাধ্যম পাকিস্তান অবজারভার থেকে জানা যায়, শবনমকে পাকিস্তানের ফিল্ম ইন্ডাস্ট্রিতে অসামান্য অবদানের জন্য সম্মানসূচক পুরস্কার দেওয়া হবে। ২০২৪ সালের ২৩ মার্চ এই পুরস্কার প্রদান করা হবে বলে জানা গেছে। এর আগে শবনম ১৩ বার দেশটির চলচ্চিত্রের সর্বোচ্চ পুরস্কার নিগার অ্যাওয়ার্ড পেয়েছেন।

শৈশবেই বুলবুল ললিতকলা একাডেমিতে নাচ শিখেছেন শবনম। নৃত্যশিল্পী হিসেবে সুপরিচিতি লাভ করেন তিনি। পরে সিনেমায় নৃত্যে অভিনয়ের সুযোগ পান।

১৯৬১ সালে মুস্তাফিজ পরিচালিত ‘হারানো দিন’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন শবনম। এতে ঝর্ণা বসাক থেকে ‘শবনম’ নাম ধারণ করেন তিনি।

Tag :

Please Share This Post in Your Social Media


পাকিস্তানের সম্মাননা পাচ্ছেন ‘আম্মাজান’খ্যাত শবনম

Update Time : ১২:৫৭:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০২৩

বিনোদন ডেস্ক

পাকিস্তানের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার সিতারা-ই-ইমতিয়াজ সম্মাননা পেতে চলেছেন ‘আম্মাজান’খ্যাত অভিনেত্রী শবনম। পাকিস্তানের চলচ্চিত্রে অবদান এবং রাষ্ট্রের প্রতি সেবার জন্য এ সম্মাননা পাচ্ছেন তিনি।

দীর্ঘ ক্যারিয়ারে অভিনেত্রী শবনম বাংলাদেশ ও পাকিস্তানের চলচ্চিত্রে কাজ করেছেন। অভিনয়ে মুনশিয়ানা দেখিয়ে অর্জন করেছেন অসংখ্য সম্মাননা ও পুরস্কার। সে দেশে তাকে ‘মহানায়িকা’ অভিহিত করা হয়।

পাকিস্তানি সংবাদমাধ্যম পাকিস্তান অবজারভার থেকে জানা যায়, শবনমকে পাকিস্তানের ফিল্ম ইন্ডাস্ট্রিতে অসামান্য অবদানের জন্য সম্মানসূচক পুরস্কার দেওয়া হবে। ২০২৪ সালের ২৩ মার্চ এই পুরস্কার প্রদান করা হবে বলে জানা গেছে। এর আগে শবনম ১৩ বার দেশটির চলচ্চিত্রের সর্বোচ্চ পুরস্কার নিগার অ্যাওয়ার্ড পেয়েছেন।

শৈশবেই বুলবুল ললিতকলা একাডেমিতে নাচ শিখেছেন শবনম। নৃত্যশিল্পী হিসেবে সুপরিচিতি লাভ করেন তিনি। পরে সিনেমায় নৃত্যে অভিনয়ের সুযোগ পান।

১৯৬১ সালে মুস্তাফিজ পরিচালিত ‘হারানো দিন’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন শবনম। এতে ঝর্ণা বসাক থেকে ‘শবনম’ নাম ধারণ করেন তিনি।