ফিল্ম সিটিতে চিতা বাঘের আক্রমণ

  • Update Time : ০৮:০১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩
  • / 122

অনলাইন ডেস্ক

মুম্বাইয়ের ফিল্ম সিটির একটি সিরিয়াল সেটে হঠাৎ করেই ঢুকে পড়লো একটি চিতা বাঘ। এইসময় সেটে চলছিল ’আজুনি’ নামের একটি সিরিয়ালের শুটিং। টাইমস অব ইন্ডিয়ার খবর।

বাঘটি সোমবার সকালে সিরিয়াল সেটে যখন আক্রমণ করে তখন সবাই শুটিং নিয়ে ব্যস্ত ছিলো। যদিও এ ঘটনায় তেমন কেউ আহত হয়নি। বাঘটি কেবল সেটে থাকা একটি কুকুরের ওপর আক্রমণ চালায়।

সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্কের কর্মকর্তা পবন শর্মা এই বিষয়ে বলেন, ন্যশনাল পার্ক এবং ফিল্ম সিটিতে প্রায় চিতা বাঘ প্রবেশ করে খাবারের খোঁজে।

বিষয়টি আমলে নিয়ে এলাকাবাসী এবং ফিল্ম সিটির কর্মচারীদের সাবধান করার জন্যে এলাকাজুড়ে প্রচার প্রচারণা করা হচ্ছে বলে জানান এই কর্মকর্তা।

এদিকে সিনে ওয়ার্কার এসোসিয়েশন বলচে, বন বিভাগের উচিত শীঘ্রই এই চিতা বাঘ সমস্যার সমাধান করা। কারণ ২০০ জন মানুষের সামনে চিতাবাঘ একটি কুকুরকে আক্রমণ করার মানে সেখানে আরও ভয়াবহ কিছু ঘটতে পারতো।

মহারাষ্ট্রের ভাটক সেনার নেতা ইন্তেখাব ফারুকি বলেন, ফিল্ম সিটি তৈরি করা হয়েছে বনাঞ্চল এলাকায়। বনের পশুপাখি মানুষের তৈরি সীমানা বুঝতে পারেনা। বন বিভাগ বিভিন্ন প্রকল্পের নামে ন্যাশনাল পার্কের জায়গা সংকুচিত করে ফেলছে, এটা বন্ধ করা উচিত ।

Tag :

Please Share This Post in Your Social Media


ফিল্ম সিটিতে চিতা বাঘের আক্রমণ

Update Time : ০৮:০১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩

অনলাইন ডেস্ক

মুম্বাইয়ের ফিল্ম সিটির একটি সিরিয়াল সেটে হঠাৎ করেই ঢুকে পড়লো একটি চিতা বাঘ। এইসময় সেটে চলছিল ’আজুনি’ নামের একটি সিরিয়ালের শুটিং। টাইমস অব ইন্ডিয়ার খবর।

বাঘটি সোমবার সকালে সিরিয়াল সেটে যখন আক্রমণ করে তখন সবাই শুটিং নিয়ে ব্যস্ত ছিলো। যদিও এ ঘটনায় তেমন কেউ আহত হয়নি। বাঘটি কেবল সেটে থাকা একটি কুকুরের ওপর আক্রমণ চালায়।

সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্কের কর্মকর্তা পবন শর্মা এই বিষয়ে বলেন, ন্যশনাল পার্ক এবং ফিল্ম সিটিতে প্রায় চিতা বাঘ প্রবেশ করে খাবারের খোঁজে।

বিষয়টি আমলে নিয়ে এলাকাবাসী এবং ফিল্ম সিটির কর্মচারীদের সাবধান করার জন্যে এলাকাজুড়ে প্রচার প্রচারণা করা হচ্ছে বলে জানান এই কর্মকর্তা।

এদিকে সিনে ওয়ার্কার এসোসিয়েশন বলচে, বন বিভাগের উচিত শীঘ্রই এই চিতা বাঘ সমস্যার সমাধান করা। কারণ ২০০ জন মানুষের সামনে চিতাবাঘ একটি কুকুরকে আক্রমণ করার মানে সেখানে আরও ভয়াবহ কিছু ঘটতে পারতো।

মহারাষ্ট্রের ভাটক সেনার নেতা ইন্তেখাব ফারুকি বলেন, ফিল্ম সিটি তৈরি করা হয়েছে বনাঞ্চল এলাকায়। বনের পশুপাখি মানুষের তৈরি সীমানা বুঝতে পারেনা। বন বিভাগ বিভিন্ন প্রকল্পের নামে ন্যাশনাল পার্কের জায়গা সংকুচিত করে ফেলছে, এটা বন্ধ করা উচিত ।