১২ মে মুক্তি পাবে ‘পাঠান’

  • Update Time : ০১:২৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩
  • / 194

বিনোদন ডেস্ক:

কয়েক দফা মুক্তির তারিখ ঘোষণার পর শুক্রবার (৫ মে) বাংলাদেশের প্রেক্ষাগৃহে আসার কথা ছিল শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমা। কিন্তু এদিনও মুক্তি পাচ্ছেনা ছবিটি। নির্মাতা, প্রযোজক ও শিল্পীদের এক আবেদনের প্রেক্ষিতে ছবিটি মুক্তির তারিখ একসপ্তাহ পেছানো হলো।

৫ মে এর পরিবর্তে দেশের সিনেমা হলে ‘পাঠান’ মুক্তি পাবে আগামী ১২ মে। এমনটাই জানিয়েছেন সেন্সর বোর্ডের সদস্য খোরশেদ আলম খসরু।

তিনি বলেন, ঈদ উপলক্ষে দেশীয় ৮ সিনেমা মুক্তি পেয়েছে। এই সিনেমাগুলো বেশ ভালো ব্যবসাও করছে। ৫ মে দেশের প্রেক্ষাগৃহে ‘পাঠান’ মুক্তি পেলে দেশীয় সিনেমা ক্ষতিগ্রস্ত হতে পারে। এমন শঙ্কায় সম্মিলিত চলচ্চিত্র পরিষদের কাছে ঈদে মুক্তিপ্রাপ্ত ৮ সিনেমার নির্মাতা, প্রযোজক ও শিল্পীদের দাবি ছিলো দুই সপ্তাহ পরে পাঠান সিনেমাটি মুক্তির দেওয়ার। বিষয়টি নিয়ে আজ মঙ্গলবার মিটিং ছিলো। মিটিং শেষে তারা এক সপ্তাহ পরে সিনেমাটি মুক্তি দিতে সম্মত হয়েছেন। ফলে ৫ মের পরিবর্তে দেশের সিনেমা হলে ‘পাঠান’ মুক্তি পাবে ১২ মে।

বেশ কিছুদিন ধরেই দেশে হিন্দি সিনেমা আমদানিতে আলোচনা-সমালোচনা হয়ে আসছিল। পরে কিছু শর্তসাপেক্ষে দেশে হিন্দি সিনেমা আমদানির অনুমতি দেয় তথ্য মন্ত্রণালয়। সাফটা চুক্তির আওতায় বাংলাদেশে এটি আমদানি করছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট।

Tag :

Please Share This Post in Your Social Media


১২ মে মুক্তি পাবে ‘পাঠান’

Update Time : ০১:২৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩

বিনোদন ডেস্ক:

কয়েক দফা মুক্তির তারিখ ঘোষণার পর শুক্রবার (৫ মে) বাংলাদেশের প্রেক্ষাগৃহে আসার কথা ছিল শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমা। কিন্তু এদিনও মুক্তি পাচ্ছেনা ছবিটি। নির্মাতা, প্রযোজক ও শিল্পীদের এক আবেদনের প্রেক্ষিতে ছবিটি মুক্তির তারিখ একসপ্তাহ পেছানো হলো।

৫ মে এর পরিবর্তে দেশের সিনেমা হলে ‘পাঠান’ মুক্তি পাবে আগামী ১২ মে। এমনটাই জানিয়েছেন সেন্সর বোর্ডের সদস্য খোরশেদ আলম খসরু।

তিনি বলেন, ঈদ উপলক্ষে দেশীয় ৮ সিনেমা মুক্তি পেয়েছে। এই সিনেমাগুলো বেশ ভালো ব্যবসাও করছে। ৫ মে দেশের প্রেক্ষাগৃহে ‘পাঠান’ মুক্তি পেলে দেশীয় সিনেমা ক্ষতিগ্রস্ত হতে পারে। এমন শঙ্কায় সম্মিলিত চলচ্চিত্র পরিষদের কাছে ঈদে মুক্তিপ্রাপ্ত ৮ সিনেমার নির্মাতা, প্রযোজক ও শিল্পীদের দাবি ছিলো দুই সপ্তাহ পরে পাঠান সিনেমাটি মুক্তির দেওয়ার। বিষয়টি নিয়ে আজ মঙ্গলবার মিটিং ছিলো। মিটিং শেষে তারা এক সপ্তাহ পরে সিনেমাটি মুক্তি দিতে সম্মত হয়েছেন। ফলে ৫ মের পরিবর্তে দেশের সিনেমা হলে ‘পাঠান’ মুক্তি পাবে ১২ মে।

বেশ কিছুদিন ধরেই দেশে হিন্দি সিনেমা আমদানিতে আলোচনা-সমালোচনা হয়ে আসছিল। পরে কিছু শর্তসাপেক্ষে দেশে হিন্দি সিনেমা আমদানির অনুমতি দেয় তথ্য মন্ত্রণালয়। সাফটা চুক্তির আওতায় বাংলাদেশে এটি আমদানি করছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট।