জন্মের পর হাসপাতালে বদল হয়ে যান রানী

  • Update Time : ০২:৫৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩
  • / 173

বিনোদন:

‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ চলচ্চিত্র দিয়ে নতুন করে আলোচনায় আছেন রানী মুখার্জি। রাষ্ট্রের সঙ্গে লড়াই করে এক মায়ের সন্তানদের ফিরে পাওয়ার গল্প এটি। খবর হিন্দুস্তান টাইমস।

সিনেমাটি মুক্তির পর অভিনেত্রীর জীবনের একটি তথ্য নতুন করে সামনে এল, যা কয়েক বছর আগে এক সাক্ষাৎকারে বলেছিলেন রানী। জন্মের পর হাসপাতালে অন্য শিশুর সঙ্গে বদলে যান তিনি।

রাম মুখার্জি ও কৃষ্ণা মুখার্জির প্রথম সন্তান রানী। চলচ্চিত্রের সঙ্গে এই পরিবারের রয়েছে দীর্ঘ ঐতিহ্য।

কিছুটা গড়বড় ঘটেছে- প্রথমে এমনটা অনুমান করেন কৃষ্ণা মুখার্জি। কারণ কোলের শিশুর চোখের মণির রঙ খয়েরি নয়। পরে শুরু হয় খোঁজ। শেষমেশ পাঞ্জাবি এক দম্পতির কাছ থেকে ফিরে পান মেয়েকে।

তবে পাঞ্জাবি ঘরেই বিয়ে হয় রানীর। দীর্ঘ দিনের প্রেমের সম্পর্কের পর ২০১৪ সালে প্রযোজক আদিত্য চোপড়ার সঙ্গে গাঁটছড়া বাঁধেন এ অভিনেত্রী। এই দম্পতির একমাত্র সন্তান আদিরার বয়স এখন ৭ বছর।

গল্প প্রধান সিনেমা হিসেবে মোটামুটি মানের সাড়া পেয়েছে ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’। ২৫ কোটি ‍রুপি বাজেটের বিপরীতে ছয় দিনে আয় প্রায় ১৮ কোটি রুপি। এ ছবিতে রানীর বিপরীতে আছেন কলকাতার অনির্বাণ ভট্টাচার্য।

Tag :

Please Share This Post in Your Social Media


জন্মের পর হাসপাতালে বদল হয়ে যান রানী

Update Time : ০২:৫৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩

বিনোদন:

‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ চলচ্চিত্র দিয়ে নতুন করে আলোচনায় আছেন রানী মুখার্জি। রাষ্ট্রের সঙ্গে লড়াই করে এক মায়ের সন্তানদের ফিরে পাওয়ার গল্প এটি। খবর হিন্দুস্তান টাইমস।

সিনেমাটি মুক্তির পর অভিনেত্রীর জীবনের একটি তথ্য নতুন করে সামনে এল, যা কয়েক বছর আগে এক সাক্ষাৎকারে বলেছিলেন রানী। জন্মের পর হাসপাতালে অন্য শিশুর সঙ্গে বদলে যান তিনি।

রাম মুখার্জি ও কৃষ্ণা মুখার্জির প্রথম সন্তান রানী। চলচ্চিত্রের সঙ্গে এই পরিবারের রয়েছে দীর্ঘ ঐতিহ্য।

কিছুটা গড়বড় ঘটেছে- প্রথমে এমনটা অনুমান করেন কৃষ্ণা মুখার্জি। কারণ কোলের শিশুর চোখের মণির রঙ খয়েরি নয়। পরে শুরু হয় খোঁজ। শেষমেশ পাঞ্জাবি এক দম্পতির কাছ থেকে ফিরে পান মেয়েকে।

তবে পাঞ্জাবি ঘরেই বিয়ে হয় রানীর। দীর্ঘ দিনের প্রেমের সম্পর্কের পর ২০১৪ সালে প্রযোজক আদিত্য চোপড়ার সঙ্গে গাঁটছড়া বাঁধেন এ অভিনেত্রী। এই দম্পতির একমাত্র সন্তান আদিরার বয়স এখন ৭ বছর।

গল্প প্রধান সিনেমা হিসেবে মোটামুটি মানের সাড়া পেয়েছে ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’। ২৫ কোটি ‍রুপি বাজেটের বিপরীতে ছয় দিনে আয় প্রায় ১৮ কোটি রুপি। এ ছবিতে রানীর বিপরীতে আছেন কলকাতার অনির্বাণ ভট্টাচার্য।