দীপিকার নাম বিভ্রাট ও জিমি কিমেলের ভুল

  • Update Time : ১০:২২:১১ অপরাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০২৩
  • / 158

ফিচার ডেস্ক

অস্কারে এবার ভারতের অর্জন তিনটি। এসএস রাজামৌলি পরিচালিত আরআরআর সিনেমার নাটু নাটু গানটি অস্কারে সেরা মৌলিক গানের পুরস্কার জিতেছে। অন্যদিকে স্বল্পদৈর্ঘ্য তথ্যচিত্র বিভাগে সেরা হয়েছে দি এলিফ্যান্ট হুইসপারারস। অস্কারের মঞ্চে পুরস্কার গ্রহণ করেন এমএম কিরাবানি, সুভাষ চন্দ্রবোস, কার্তিকি গনজালভেস। মঞ্চে ছিল নাটু নাটুর পারফরম্যান্স। এছাড়া দীপিকা পাড়ুকোন নাটু নাটুকে অস্কারের মঞ্চে উপস্থাপন করেন। তবু এত কিছুর পরও হলিউড ঠিক চিনতে পারেনি ভারতের সিনেমা ও তারকাদের। মঞ্চেই হয়েছে একটা ভুল এবং এরপর আরেকটি ভুল করে ফটো শেয়ারিং সাইট গেটি ইমেজেস। তারা দীপিকা পাড়ুকোনের ছবির ক্যাপশনে তাকে ব্রাজিলিয়ান মডেল ক্যামিলা আলভেজ বলে উল্লেখ করেছে।

ফটো শেয়ারিং সাইট গেটি ইমেজেসে অস্কার মঞ্চে দীপিকার লুকটি প্রকাশ করা হয়। এর ক্যাপশনে দেখা যায় ক্যামিলা আলভেজের নাম। ছবিটি প্রকাশ হওয়ার পর পরই ভারতীয়রা এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন। টুইটারে বহুজন পোস্ট করেছেন গেটি ইমেজেসকে ট্যাগ করে। সেখানে একজন ভক্ত উল্লেখ করেছেন দীপিকা আন্তর্জাতিক মহলে পরিচিত একজন তারকা। তার ইনস্টাগ্রামে ৭ কোটি ২০ লাখ ফলোয়ার রয়েছে। ক্যামিলা আলভেজের সঙ্গে তাকে মিলিয়ে ফেলা বোকামি। আরেকজন ভক্ত লিখেছেন, ‘‌এ অজ্ঞতা বর্ণবাদী অন্ধত্বকে নির্দেশ করে। এটা ঠিক করুন।’ ভারতের বাইরের কয়েকজন টুইটার ব্যবহারকারীও এ নিয়ে টুইট করেছেন।

দীপিকা পাড়ুকোনের নাম ভুল হওয়া উচিত নয়। তার বলিউড পরিচিতির পাশাপাশি আন্তর্জাতিক মহলেও খ্যাতি রয়েছে। গত বছর কাতারে ফিফা বিশ্বকাপের ট্রফিও উন্মোচন করেছিলেন তিনি। কিন্তু কেবল দীপিকার নাম বিভ্রাটেই বিষয়টি শেষ হয়নি। বরং শুরু হয়েছিল অস্কার মঞ্চ থেকেই। নাটু নাটুর পারফরম্যান্সকে ঘিরে অস্কারের মূল উপস্থাপক জিমি কিমেল ভুলটি করেন। তিনি নাটু নাটু গানের পারফরম্যান্সের আগে বলেন, ‘‌এবার আপনাদের সামনে একটি গ্রুপ আরআরআর থেকে পারফর্ম করবে।’ এ কথা বলার পরই তিনি আরআরআরকে একটি বলিউড সিনেমা হিসেবে উল্লেখ করেন। মূলত আরআরআর বলিউডের সিনেমা নয়। তেলেগু ইন্ডাস্ট্রির এ সিনেমাকে ভারতীয় সিনেমা হিসেবেই তার উল্লেখ করার কথা। এ সময় জিমির সঙ্গে মঞ্চে দীপিকাও ছিলেন। মজার ব্যাপার দীপিকা ঠিকই উল্লেখ করেছিলেন, আরআরআর তেলেগু ফিল্ম এবং এটি ভারতের তৈরি। কিন্তু জিমি সম্ভবত ব্যাপারটির গুরুত্ব বোঝেননি।

জিমির এ বক্তব্য নিয়েও ভারতীয়রা বিরক্ত। বিশেষত দক্ষিণ ভারতের মানুষ এ নিয়ে তাদের ক্ষোভ প্রকাশ করেছেন। এর আগে নানা আন্তর্জাতিক প্লাটফর্মে সিনেমাটির পরিচালক এসএস রাজামৌলিও আরআরআরকে তেলেগু ইন্ডাস্ট্রিতে নির্মিত ভারতীয় সিনেমা বলার ক্ষেত্রে জোর দিয়েছিলেন। তবে সে যা-ই হোক, এসব পেরিয়ে ভারত এখন মেতে আছে অস্কার জয়ের আনন্দে।

সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস

Tag :

Please Share This Post in Your Social Media


দীপিকার নাম বিভ্রাট ও জিমি কিমেলের ভুল

Update Time : ১০:২২:১১ অপরাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০২৩

ফিচার ডেস্ক

অস্কারে এবার ভারতের অর্জন তিনটি। এসএস রাজামৌলি পরিচালিত আরআরআর সিনেমার নাটু নাটু গানটি অস্কারে সেরা মৌলিক গানের পুরস্কার জিতেছে। অন্যদিকে স্বল্পদৈর্ঘ্য তথ্যচিত্র বিভাগে সেরা হয়েছে দি এলিফ্যান্ট হুইসপারারস। অস্কারের মঞ্চে পুরস্কার গ্রহণ করেন এমএম কিরাবানি, সুভাষ চন্দ্রবোস, কার্তিকি গনজালভেস। মঞ্চে ছিল নাটু নাটুর পারফরম্যান্স। এছাড়া দীপিকা পাড়ুকোন নাটু নাটুকে অস্কারের মঞ্চে উপস্থাপন করেন। তবু এত কিছুর পরও হলিউড ঠিক চিনতে পারেনি ভারতের সিনেমা ও তারকাদের। মঞ্চেই হয়েছে একটা ভুল এবং এরপর আরেকটি ভুল করে ফটো শেয়ারিং সাইট গেটি ইমেজেস। তারা দীপিকা পাড়ুকোনের ছবির ক্যাপশনে তাকে ব্রাজিলিয়ান মডেল ক্যামিলা আলভেজ বলে উল্লেখ করেছে।

ফটো শেয়ারিং সাইট গেটি ইমেজেসে অস্কার মঞ্চে দীপিকার লুকটি প্রকাশ করা হয়। এর ক্যাপশনে দেখা যায় ক্যামিলা আলভেজের নাম। ছবিটি প্রকাশ হওয়ার পর পরই ভারতীয়রা এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন। টুইটারে বহুজন পোস্ট করেছেন গেটি ইমেজেসকে ট্যাগ করে। সেখানে একজন ভক্ত উল্লেখ করেছেন দীপিকা আন্তর্জাতিক মহলে পরিচিত একজন তারকা। তার ইনস্টাগ্রামে ৭ কোটি ২০ লাখ ফলোয়ার রয়েছে। ক্যামিলা আলভেজের সঙ্গে তাকে মিলিয়ে ফেলা বোকামি। আরেকজন ভক্ত লিখেছেন, ‘‌এ অজ্ঞতা বর্ণবাদী অন্ধত্বকে নির্দেশ করে। এটা ঠিক করুন।’ ভারতের বাইরের কয়েকজন টুইটার ব্যবহারকারীও এ নিয়ে টুইট করেছেন।

দীপিকা পাড়ুকোনের নাম ভুল হওয়া উচিত নয়। তার বলিউড পরিচিতির পাশাপাশি আন্তর্জাতিক মহলেও খ্যাতি রয়েছে। গত বছর কাতারে ফিফা বিশ্বকাপের ট্রফিও উন্মোচন করেছিলেন তিনি। কিন্তু কেবল দীপিকার নাম বিভ্রাটেই বিষয়টি শেষ হয়নি। বরং শুরু হয়েছিল অস্কার মঞ্চ থেকেই। নাটু নাটুর পারফরম্যান্সকে ঘিরে অস্কারের মূল উপস্থাপক জিমি কিমেল ভুলটি করেন। তিনি নাটু নাটু গানের পারফরম্যান্সের আগে বলেন, ‘‌এবার আপনাদের সামনে একটি গ্রুপ আরআরআর থেকে পারফর্ম করবে।’ এ কথা বলার পরই তিনি আরআরআরকে একটি বলিউড সিনেমা হিসেবে উল্লেখ করেন। মূলত আরআরআর বলিউডের সিনেমা নয়। তেলেগু ইন্ডাস্ট্রির এ সিনেমাকে ভারতীয় সিনেমা হিসেবেই তার উল্লেখ করার কথা। এ সময় জিমির সঙ্গে মঞ্চে দীপিকাও ছিলেন। মজার ব্যাপার দীপিকা ঠিকই উল্লেখ করেছিলেন, আরআরআর তেলেগু ফিল্ম এবং এটি ভারতের তৈরি। কিন্তু জিমি সম্ভবত ব্যাপারটির গুরুত্ব বোঝেননি।

জিমির এ বক্তব্য নিয়েও ভারতীয়রা বিরক্ত। বিশেষত দক্ষিণ ভারতের মানুষ এ নিয়ে তাদের ক্ষোভ প্রকাশ করেছেন। এর আগে নানা আন্তর্জাতিক প্লাটফর্মে সিনেমাটির পরিচালক এসএস রাজামৌলিও আরআরআরকে তেলেগু ইন্ডাস্ট্রিতে নির্মিত ভারতীয় সিনেমা বলার ক্ষেত্রে জোর দিয়েছিলেন। তবে সে যা-ই হোক, এসব পেরিয়ে ভারত এখন মেতে আছে অস্কার জয়ের আনন্দে।

সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস