‘তেরে নাম’ সিনেমার পরিচালক সতীশ কৌশিক আর নেই

  • Update Time : ১২:১৪:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩
  • / 146

বিনোদন ডেস্ক:

পরিচালনা ও কৌতুক অভিনয়ে বলিউডের প্রিয়মুখ ছিলেন সতীশ কৌশিক। গতকাল বুধবার (৮ মার্চ) রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন তিনি। বয়স হয়েছিল ৬৬ বছর।

ভারতীয় গণমাধ্যম জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটি নিশ্চিত করেছেন অভিনেতা অনুপম খের।

দিল্লির হাসপাতালে নিয়ে আসার পথে হৃদরোগে আক্রান্ত হন ‘তেরে নাম’-খ্যাত সতীশ কৌশিক। এর আগে ৭ মার্চ জনপ্রিয় গীতিকার জাভেদ আখতার আয়োজিত হোলির উৎসবে অংশ নেন তিনি। তারপরেই হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হয় সতীশের।

‘দ্য কাশ্মীর ফাইলস‌’ অভিনেতা অনুপম লেখেন, ‘আমি জানি, জীবনের সবচেয়ে বড় সত্য মৃত্যু। কিন্তু কখনো ভাবিনি, প্রিয় বন্ধুর জন্য কোনোদিন এটা লিখতে হবে। ৪৫ বছরের বন্ধুত্বে হঠাৎ ছেদ। তোমার মতো বন্ধুর অনুপস্থিতিতে জীবন বদলে যাবে। ওম শান্তি।’

১৯৯৩ সালের আলোচিত ‘রূপ কি রানি চোরো কা রাজা’ সিনেমা দিয়ে পরিচালনায় অভিষেক সতীশ কৌশিকের। এরপর করেন ‘হাম আপকে দিল মে রেহতে হ্যায়’, ‘মুঝে কুছ কেহনা হ্যায়’-এর মতো পরিচিত ছবি। তবে সালমান খানের ‘তেরে নাম’ রয়েছে জনপ্রিয়তার শীর্ষে।

শেখর কাপুরের ‘মিস্টার ইন্ডিয়া’ ছবিতে ক্যালেন্ডারের চরিত্রে অভিনয় সতীশ কৌশিককে অভিনেতা হিসেবে স্থায়ী আসন দেয়। পর্দায় তার কৌতুক অভিনয় ছিল জনপ্রিয়। সতীশ কৌশিককে শিগগিরই কঙ্গনা রনৌত পরিচালিত ‘ইমার্জেন্সি’তে দেখা যাবে। এ চলচ্চিত্রে সাবেক উপপ্রধানমন্ত্রী জগজীবন রামের চরিত্রে অভিনয় করেছেন তিনি।

Tag :

Please Share This Post in Your Social Media


‘তেরে নাম’ সিনেমার পরিচালক সতীশ কৌশিক আর নেই

Update Time : ১২:১৪:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩

বিনোদন ডেস্ক:

পরিচালনা ও কৌতুক অভিনয়ে বলিউডের প্রিয়মুখ ছিলেন সতীশ কৌশিক। গতকাল বুধবার (৮ মার্চ) রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন তিনি। বয়স হয়েছিল ৬৬ বছর।

ভারতীয় গণমাধ্যম জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটি নিশ্চিত করেছেন অভিনেতা অনুপম খের।

দিল্লির হাসপাতালে নিয়ে আসার পথে হৃদরোগে আক্রান্ত হন ‘তেরে নাম’-খ্যাত সতীশ কৌশিক। এর আগে ৭ মার্চ জনপ্রিয় গীতিকার জাভেদ আখতার আয়োজিত হোলির উৎসবে অংশ নেন তিনি। তারপরেই হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হয় সতীশের।

‘দ্য কাশ্মীর ফাইলস‌’ অভিনেতা অনুপম লেখেন, ‘আমি জানি, জীবনের সবচেয়ে বড় সত্য মৃত্যু। কিন্তু কখনো ভাবিনি, প্রিয় বন্ধুর জন্য কোনোদিন এটা লিখতে হবে। ৪৫ বছরের বন্ধুত্বে হঠাৎ ছেদ। তোমার মতো বন্ধুর অনুপস্থিতিতে জীবন বদলে যাবে। ওম শান্তি।’

১৯৯৩ সালের আলোচিত ‘রূপ কি রানি চোরো কা রাজা’ সিনেমা দিয়ে পরিচালনায় অভিষেক সতীশ কৌশিকের। এরপর করেন ‘হাম আপকে দিল মে রেহতে হ্যায়’, ‘মুঝে কুছ কেহনা হ্যায়’-এর মতো পরিচিত ছবি। তবে সালমান খানের ‘তেরে নাম’ রয়েছে জনপ্রিয়তার শীর্ষে।

শেখর কাপুরের ‘মিস্টার ইন্ডিয়া’ ছবিতে ক্যালেন্ডারের চরিত্রে অভিনয় সতীশ কৌশিককে অভিনেতা হিসেবে স্থায়ী আসন দেয়। পর্দায় তার কৌতুক অভিনয় ছিল জনপ্রিয়। সতীশ কৌশিককে শিগগিরই কঙ্গনা রনৌত পরিচালিত ‘ইমার্জেন্সি’তে দেখা যাবে। এ চলচ্চিত্রে সাবেক উপপ্রধানমন্ত্রী জগজীবন রামের চরিত্রে অভিনয় করেছেন তিনি।