সোনম কাপুরের স্বামীর বিরুদ্ধে কর ফাঁকি দেওয়ার অভিযোগ

  • Update Time : ১১:০৬:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী ২০২২
  • / 170

বিনোদন ডেস্কঃ

জাল নথি দিয়ে আয়কর ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছে সোনম কাপুরের স্বামী আনন্দ আহুজার বিরুদ্ধে। একটি আন্তর্জাতিক শিপিং সংস্থার পক্ষ থেকে এ অভিযোগ আনা হয়েছে। কিন্তু যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন আনন্দ আহুজা।

ঘটনার সূত্রপাত হয় চলতি বছরের ২৭ জানুয়ারি। সেদিনই টুইটারে শিপিং সংস্থার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন আনন্দ। টুইটারে আনন্দ আহুজা অভিযোগ করেন, অনৈতিকভাবে তার পণ্য আটকে রেখেছে সংস্থাটি। বৈধ কাগজপত্র নিতেও অস্বীকার করা হচ্ছে। আর তার জন্য কোনো কারণও দেওয়া হচ্ছে না। এ বক্তব্যে স্বামীকে সমর্থন করেন সোনম কাপুরও।

আনন্দের অভিযোগের জবাব দিতে গিয়ে শিপিং সংস্থার পক্ষ থেকে কর ফাঁকির প্রসঙ্গ তোলা হয়। সংস্থার দাবি, তাদের পক্ষ থেকে গাফিলতির কোনো প্রশ্নই ওঠে না। আনন্দ আহুজা পণ্যের দাম ভুল জানিয়েছেন। যাতে তিনি কর ফাঁকি দিতে পারেন। আবার আমদানি শুল্কও কমাতে পারেন। এর জন্য নাকি ৯০ শতাংশ কম দাম দেখানো হয়েছে।

অভিযোগ অস্বীকার করে আনন্দ জানান, সংস্থার পক্ষ থেকেই ব্যাংকের সব রশিদ বাতিল করা হয়েছে, যাতে পণ্য পৌঁছতে দেরি হয় এবং বেশি করে জরিমানা আদায় করা যায়।

২০১৮ সালে আনন্দ আহুজার সঙ্গে অনিল কাপুরের কন্যা সোনম কাপুরের বিয়ে হয়। ব্যবসায়ী পরিবারের ছেলে আনন্দ বড় হয়েছেন দিল্লিতে। তবে এখন তিনি থাকেন লন্ডনে। বিয়ের পর থেকে সোনমও বলিউডে কাজ কমিয়ে দিয়েছেন। বছরের বেশিরভাগ সময় লন্ডনেই থাকেন এ নায়িকা। ভ্যালেন্টাইনস ডে’তে স্বামীর সঙ্গে ছবিও পোস্ট করেছেন সোনম।

Tag :

Please Share This Post in Your Social Media


সোনম কাপুরের স্বামীর বিরুদ্ধে কর ফাঁকি দেওয়ার অভিযোগ

Update Time : ১১:০৬:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী ২০২২

বিনোদন ডেস্কঃ

জাল নথি দিয়ে আয়কর ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছে সোনম কাপুরের স্বামী আনন্দ আহুজার বিরুদ্ধে। একটি আন্তর্জাতিক শিপিং সংস্থার পক্ষ থেকে এ অভিযোগ আনা হয়েছে। কিন্তু যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন আনন্দ আহুজা।

ঘটনার সূত্রপাত হয় চলতি বছরের ২৭ জানুয়ারি। সেদিনই টুইটারে শিপিং সংস্থার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন আনন্দ। টুইটারে আনন্দ আহুজা অভিযোগ করেন, অনৈতিকভাবে তার পণ্য আটকে রেখেছে সংস্থাটি। বৈধ কাগজপত্র নিতেও অস্বীকার করা হচ্ছে। আর তার জন্য কোনো কারণও দেওয়া হচ্ছে না। এ বক্তব্যে স্বামীকে সমর্থন করেন সোনম কাপুরও।

আনন্দের অভিযোগের জবাব দিতে গিয়ে শিপিং সংস্থার পক্ষ থেকে কর ফাঁকির প্রসঙ্গ তোলা হয়। সংস্থার দাবি, তাদের পক্ষ থেকে গাফিলতির কোনো প্রশ্নই ওঠে না। আনন্দ আহুজা পণ্যের দাম ভুল জানিয়েছেন। যাতে তিনি কর ফাঁকি দিতে পারেন। আবার আমদানি শুল্কও কমাতে পারেন। এর জন্য নাকি ৯০ শতাংশ কম দাম দেখানো হয়েছে।

অভিযোগ অস্বীকার করে আনন্দ জানান, সংস্থার পক্ষ থেকেই ব্যাংকের সব রশিদ বাতিল করা হয়েছে, যাতে পণ্য পৌঁছতে দেরি হয় এবং বেশি করে জরিমানা আদায় করা যায়।

২০১৮ সালে আনন্দ আহুজার সঙ্গে অনিল কাপুরের কন্যা সোনম কাপুরের বিয়ে হয়। ব্যবসায়ী পরিবারের ছেলে আনন্দ বড় হয়েছেন দিল্লিতে। তবে এখন তিনি থাকেন লন্ডনে। বিয়ের পর থেকে সোনমও বলিউডে কাজ কমিয়ে দিয়েছেন। বছরের বেশিরভাগ সময় লন্ডনেই থাকেন এ নায়িকা। ভ্যালেন্টাইনস ডে’তে স্বামীর সঙ্গে ছবিও পোস্ট করেছেন সোনম।