রকিবুল হাসান ও সাকিবকে নিয়ে সিনেমা বানাতে আগ্রহী সৃজিত
- Update Time : ০৫:০৫:২৮ অপরাহ্ন, বুধবার, ৮ ডিসেম্বর ২০২১
- / 174
বিনোদন ডেস্কঃ
ওপার বাংলার তুমুল জনপ্রিয় চলচ্চিত্রকার সৃজিত মুখার্জি সম্প্রতি ক্রিকেট নিয়ে বেশ কিছু কাজ হাতে নিয়েছেন। ভারতের নারী ক্রিকেটের মিতালি রাজকে ‘সাবাশ মিঠু’ নামে একটি সিনেমা এরইমধ্যে তৈরি করেছেন। যা কিছুদিন পরই মুক্তি পেতে যাচ্ছে।
সেই সৃজিত এবার আগ্রহ প্রকাশ করলেন বাংলাদেশ ক্রিকেটের কিংবদন্তি ক্রিকেটার রকিবুল হাসান ও বর্তমান সময়ের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিয়ে সিনেমা নির্মাণের। সৃজিত বর্তমানে আছেন বাংলাদেশেই। আজ বুধবার (৮ ডিসেম্বর) বাংলাদেশ বনাম পাকিস্তানের খেলা দেখতে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে যান। সেখানে সাংবাদিকদের সঙ্গে দেখা হলে আলাপে মজেন।
তাদের কাছেই জানালেন সাকিবকে নিয়ে একটি বায়োপিক বানানোর ইচ্ছে রয়েছে তার।
সৃজিত বলেন, ‘আমার খুব ইচ্ছে আছে সাকিবকে নিয়ে একটা বায়োপিক করবো।’
শুধু সাকিব না বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার রকিবুল হাসানকে নিয়েও সিনেমা বানাতে চান সৃজিত। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ‘জয় বাংলা’ লেখা নিয়ে মাঠে ব্যাট করতে নেমেছিলেন রকিবুল। সেই ঘটনা সৃজিতকে দারুণভাবে নাড়া দেয়। ঐতিহাসিক ঘটনাটি তিনি সিনেমার পর্দায় ফুটিয়ে তুলতে চান।
জানা গেছে, বিবাহ বার্ষিকী পালন করতে শ্বশুরবাড়ি বাংলাদেশে এসেছেন অভিনেত্রী মিথিলার স্বামী সৃজিত। মিরপুরে আছে তার আত্মীয়ের বাসা। সেখানে বেড়াতে গিয়েই এক ফাঁকে স্ত্রীকে নিয়ে টেস্ট ম্যাচ দেখতে মাঠে হাজির হন। সাকিব আল হাসানের ব্যাটিং দেখে আনন্দও পেলেন।