মাদকসহ শাহরুখপুত্র আরিয়ান আটক

  • Update Time : ০২:১৬:৩৬ অপরাহ্ন, রবিবার, ৩ অক্টোবর ২০২১
  • / 178

বিনোদন প্রতিবেদক:

বলিউড কিং শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে মাদকসহ দশজন আটক করা হয়েছে। মুম্বাইয়ের একটি ভিআইপি মাদক পার্টি থেকে দেশটির মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিভাগের কর্মকর্তারা তাদের আটক করে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, শনিবার (২ অক্টোবর) রাতে মুম্বাই থেকে গোয়াগামী ‘কর্ডেলিয়া’ নামের বিলাসবহুল প্রমোদতরীতে অভিযান চালিয়ে তাদের আটক করেন এনসিবির কর্মকর্তারা। তাদের অভিযোগ, সেখানে মাদক পার্টি চলছিল। দুজন নারীসহ ফ্যাশন জগতের অনেকেই সেখানে উপস্থিত ছিলেন বলে জানায় পুলিশ।

প্রমোদতরীর পার্টিতে নিষিদ্ধ মাদক ব্যবহারের খবর পেয়েই সেখানে অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পুলিশের দাবি, ওই পার্টিতে অনেকেই নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। ঘটনাস্থল থেকে জব্দ করা হয়েছে কোকেন, হাশিস, এমডিএম এর মতো নিষিদ্ধ মাদক। এ বিষয়ে শাহরুখপুত্র আরিয়ানকে জিজ্ঞাসাবাদ করছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর সংশ্লিষ্টরা।

এদিকে আরিয়ান খান জানান, তার নাম ‘ভিভিআইপি’ তালিকায় থাকায় কোনো প্রবেশ মূল্য দিতে হয়নি। জানা গেছে ওই মাদকপার্টির প্রবেশমূল্য ছিল এক লাখ টাকা।

Tag :

Please Share This Post in Your Social Media


মাদকসহ শাহরুখপুত্র আরিয়ান আটক

Update Time : ০২:১৬:৩৬ অপরাহ্ন, রবিবার, ৩ অক্টোবর ২০২১

বিনোদন প্রতিবেদক:

বলিউড কিং শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে মাদকসহ দশজন আটক করা হয়েছে। মুম্বাইয়ের একটি ভিআইপি মাদক পার্টি থেকে দেশটির মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিভাগের কর্মকর্তারা তাদের আটক করে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, শনিবার (২ অক্টোবর) রাতে মুম্বাই থেকে গোয়াগামী ‘কর্ডেলিয়া’ নামের বিলাসবহুল প্রমোদতরীতে অভিযান চালিয়ে তাদের আটক করেন এনসিবির কর্মকর্তারা। তাদের অভিযোগ, সেখানে মাদক পার্টি চলছিল। দুজন নারীসহ ফ্যাশন জগতের অনেকেই সেখানে উপস্থিত ছিলেন বলে জানায় পুলিশ।

প্রমোদতরীর পার্টিতে নিষিদ্ধ মাদক ব্যবহারের খবর পেয়েই সেখানে অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পুলিশের দাবি, ওই পার্টিতে অনেকেই নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। ঘটনাস্থল থেকে জব্দ করা হয়েছে কোকেন, হাশিস, এমডিএম এর মতো নিষিদ্ধ মাদক। এ বিষয়ে শাহরুখপুত্র আরিয়ানকে জিজ্ঞাসাবাদ করছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর সংশ্লিষ্টরা।

এদিকে আরিয়ান খান জানান, তার নাম ‘ভিভিআইপি’ তালিকায় থাকায় কোনো প্রবেশ মূল্য দিতে হয়নি। জানা গেছে ওই মাদকপার্টির প্রবেশমূল্য ছিল এক লাখ টাকা।