আন্তর্জাতিক কলক্যুয়ামে পুরষ্কৃত হলো নোবিপ্রবি শিক্ষক মুহাম্মদ আব্দুস সালাম এর গবেষণা

- Update Time : ০২:১৩:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
- / 550
ইউনিভার্সিটি ব্রুনাই দারুসসালাম এর স্কুল অফ বিজনেস অ্যান্ড ইকোনোমিকস কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক গবেষণা কলক্যুয়াম UBDSBE PhD Colloquium 2025-এ চূড়ান্ত তিন বিজয়ীর একজন হিসেবে পুরস্কৃত হয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস (এমআইএস) বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ আব্দুস সালাম।
দিনব্যাপী আন্তর্জাতিক কলক্যুয়াম এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় স্কুল অফ বিজনেস অ্যান্ড ইকোনোমিকস এর কনফারেন্স হলে। অনুষ্ঠানে বিভিন্ন দেশের পিএইচডি গবেষকরা অংশগ্রহণ করেন এবং তাঁদের মৌলিক গবেষণাকর্ম উপস্থাপন করেন।
কলক্যুয়ামে গবেষণা উপস্থাপনাগুলো ছয়টি প্যারালাল সেশনে বিভক্ত ছিল: ১) এন্ট্রারপ্রিনিউরশিপ, অর্গানাইজেশনাল বিহেভিয়ার এ্যান্ড ওয়ার্কপ্লেস স্টাডিজ ২) ডিজিটাল ইকোনমি, এআই এ্যান্ড গভর্নেন্স ৩) ইকোনোমিক্স ৪) সাস্টেনেবিলিটি, ফুড সিকিউরিটি এ্যান্ড সার্কুলার ইকোনোমি ৫) এইচআরএম, নলেজ এ্যান্ড এমপ্লয়ি এক্সপেরিয়েন্স, এবং ৬) ফাইন্যান্স
প্রতিটি সেশনে তিনজন করে বিশেষজ্ঞ বিচারক নির্দিষ্ট রুব্রিক্সের ভিত্তিতে গবেষণাগুলো মূল্যায়ন করেন। চূড়ান্তভাবে নির্বাচিত তিন বিজয়ীর মধ্যে রয়েছেন ব্রুনাইয়ের মুহাম্মদ ওয়াফিদ ফেরদৌস বিন মোহাম্মদ সোফিয়ান, নাইজেরিয়ার রাজি ইসমাইল আদিউমি এবং বাংলাদেশের মুহাম্মদ আব্দুস সালাম।
বর্তমানে তিনি ইউনিভার্সিটি ব্রুনাই দারুসসালাম-এ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কমার্শিয়ালাইজেশন বিষয়ে পিএইচডি গবেষণায় নিয়োজিত। নোবিপ্রবিতে শিক্ষাছুটিতে যাওয়ার পূর্বে তিনি সহকারী প্রক্টর, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের সহকারী পরিচালকসহ একাধিক একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি নোবিপ্রবি শিক্ষক সমিতির ২০২২ এ সদস্য এবং ২০২৩ এ প্রচার সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছিলেন।