করোনায় আক্রান্ত অগ্রণী ব্যাংকের এমডি’র জন্য দোয়া অনুষ্ঠিত
- Update Time : ১২:২৪:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১
- / 188
নিজস্ব প্রতিবেদক:
অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বঙ্গবন্ধু কর্নার -এর রূপকার মোহম্মদ শামস্-উল ইসলাম সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছেন।
অগ্রণী ব্যাংক দীর্ঘ ৫০ বছর যাবত তৃতীয় বৃহত্তম ব্যাংক হিসেবে অবস্থান করছিল যা তার গতিশীল নেতৃত্বে আজ দেশের দ্বিতীয় বৃহত্তম ব্যাংকে উপনীত হয়েছে। একজন উদ্ভাবনী ও দক্ষ ব্যাংকার হিসেবে তিনি আজ দেশ সেরা ব্যাংকার হিসেবে অভিহিত।
মোহম্মদ শামস্-উল ইসলামের রোগমুক্তিতে ১৩ জুলাই ব্যাংকের প্রধান কার্যালয়ের কেন্দ্রীয় নামাজ ঘরে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অগ্রণী ব্যাংক অফিসার সমিতি বাংলাদেশ ও কর্মচারী সংসদ (সিবিএ) আয়োজিত এই দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল ইসলাম, অফিসার সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, সিবিএ সভাপতি, সাধারণ সম্পাদক সহ ঊর্ধ্বতন নির্বাহী, কর্মকর্তাগণ।
দোয়া অনুষ্ঠানে মহাব্যবস্থাপক (ক্রেডিট) ড. আব্দুল্লাহ আল মামুন সহ ব্যাংকের অন্যান্য করোনায় আক্রান্তদের জন্যও রোগমুক্তি কামনা করা হয়।
এছাড়াও ১২ জুলাই সিঙ্গাপুরে অবস্থিত অগ্রণী এক্সচেঞ্জ হাউজে মোহম্মদ শামস্-উল ইসলামের রোগমুক্তিতে দোয়া অনুষ্ঠিত হয়েছে।