গাইবান্ধায় কর্মসংস্থান ব্যাংকের শীতবস্ত্র বিতরণ
- Update Time : ১১:৩৮:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫
- / 24
নিজস্ব প্রতিনিধি:
কর্মসংস্থান ব্যাংক সমাজের দুঃস্থ, অসহায় ও ছিন্নমূল মানুষের সাহায্যার্থে শীতার্তদের সহযোগীতায় সহমর্মীতাস্বরূপ শীতবস্ত্র বিতরণ করেছে।
বুধবার (৮ জানুয়ারি) গাইবান্ধায় ব্রিগেডিয়ার জেনারেল রাকিবুর রহমান বীরপ্রতীক এর উপস্থিতিতে শীতার্তদের এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, কর্মসংস্থান ব্যাংক প্রধান কার্যালয়ের শাখা নিয়ন্ত্রণ বিভাগের উপ-মহাব্যবস্থাপক মনোজ রায়, বোর্ড সচিব মো: ইকবাল হোসেন ও রংপুর আঞ্চলিক কার্যালয়ের আঞ্চলিক ব্যবস্থাপক মো: জাহাঙ্গীর আলমসহ সমাজের বিভিন্ন পেশার মানুষ।
উল্লেখ্য, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সমাজের দুঃস্থ অসহায় ও ছিন্নমূল মানুষের সাহায্যার্থে দেশের অধিক শীতপ্রবন এলাকায় শীতবস্ত্র বিতরণের এ কর্মসূচি পালন করা হচ্ছে।
Tag :
কর্মসংস্থান ব্যাংক