পরিচালন মুনাফায় রূপালী ব্যাংকের রেকর্ড

  • Update Time : ১১:৫৮:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫
  • / 39

রূপালী ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক:

পরিচালন মুনাফায় রেকর্ড গড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত সরকারি মালিকানাধীন রূপালী ব্যাংক। ২০২৪ সালে ব্যাংকটি ৫৭৫ কোটি টাকার বেশি পরিচালন মুনাফা করেছে, যা ব্যাংকটির প্রতিষ্ঠার পর সর্বোচ্চ।

ব‌্যাংক‌টির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালে ৫৬০ কোটি টাকার পরিচালন মুনাফা করেছিল। তার আগে ২০২২ সালে এই মুনাফা ছিল ১২৬ কোটি টাকা। সে হিসেবে ব্যাংকিং খাতের চলমান সংকটের মধ্যেও আগের বছরের চেয়ে মুনাফা বেড়েছে ব্যাংকটির।

মুনাফার পাশাপাশি আমানতও বেড়েছে রূপালী ব্যাংকের। ২০২৪ সালে ব্যাংকের আমানত আগের বছরের চেয়ে বেড়ে হয়েছে ৬৮ হাজার কোটি টাকা। ২০২৩ সালে ব্যাংকের আমানত ছিল ৬৬ হাজার কোটি টাকা।

আমানতের পাশাপাশি ব্যাংকটিতে চলতি বছর শেষে ঋণ ও অগ্রিমের পরিমাণ বেড়েছে ৩ হাজার ৬শ কোটি টাকারও বেশি।

ব‌্যাংকাররা জানান, পরিচালন মুনাফা ব্যাংকের প্রকৃত মুনাফা নয়। পরিচালন মুনাফা থেকে ঋণের বিপরীতে নির্ধারিত হারে প্রভিশন বা নিরাপত্তা সঞ্চিতি সংরক্ষণ এবং করপোরেট কর পরিশোধের পর নিট মুনাফার হিসাব হবে। নিট মুনাফাই ব্যাংকের প্রকৃত মুনাফা।

ব্যাংকটিতে সদ্য যোগদান করা ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম বছরের প্রথম দিনে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় নতুন বছরে খেলাপি ঋণ আদায়ে সর্বাধিক গুরুত্ব দেওয়ার কথা বলেন। ব্যবস্থাপনা পরিচালক নতুন বছরে বিগত বছরের সাফল্যকে ছাড়িয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media


পরিচালন মুনাফায় রূপালী ব্যাংকের রেকর্ড

Update Time : ১১:৫৮:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

পরিচালন মুনাফায় রেকর্ড গড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত সরকারি মালিকানাধীন রূপালী ব্যাংক। ২০২৪ সালে ব্যাংকটি ৫৭৫ কোটি টাকার বেশি পরিচালন মুনাফা করেছে, যা ব্যাংকটির প্রতিষ্ঠার পর সর্বোচ্চ।

ব‌্যাংক‌টির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালে ৫৬০ কোটি টাকার পরিচালন মুনাফা করেছিল। তার আগে ২০২২ সালে এই মুনাফা ছিল ১২৬ কোটি টাকা। সে হিসেবে ব্যাংকিং খাতের চলমান সংকটের মধ্যেও আগের বছরের চেয়ে মুনাফা বেড়েছে ব্যাংকটির।

মুনাফার পাশাপাশি আমানতও বেড়েছে রূপালী ব্যাংকের। ২০২৪ সালে ব্যাংকের আমানত আগের বছরের চেয়ে বেড়ে হয়েছে ৬৮ হাজার কোটি টাকা। ২০২৩ সালে ব্যাংকের আমানত ছিল ৬৬ হাজার কোটি টাকা।

আমানতের পাশাপাশি ব্যাংকটিতে চলতি বছর শেষে ঋণ ও অগ্রিমের পরিমাণ বেড়েছে ৩ হাজার ৬শ কোটি টাকারও বেশি।

ব‌্যাংকাররা জানান, পরিচালন মুনাফা ব্যাংকের প্রকৃত মুনাফা নয়। পরিচালন মুনাফা থেকে ঋণের বিপরীতে নির্ধারিত হারে প্রভিশন বা নিরাপত্তা সঞ্চিতি সংরক্ষণ এবং করপোরেট কর পরিশোধের পর নিট মুনাফার হিসাব হবে। নিট মুনাফাই ব্যাংকের প্রকৃত মুনাফা।

ব্যাংকটিতে সদ্য যোগদান করা ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম বছরের প্রথম দিনে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় নতুন বছরে খেলাপি ঋণ আদায়ে সর্বাধিক গুরুত্ব দেওয়ার কথা বলেন। ব্যবস্থাপনা পরিচালক নতুন বছরে বিগত বছরের সাফল্যকে ছাড়িয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।