ডরিনের সম্পদমূল্য কমলো প্রায় ৮১ কোটি টাকা
- Update Time : ১২:১০:৩২ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪
- / 21
পুঁজিবাজারে তালিকাভুক্ত ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমস লিমিটেডের মোট সম্পদমূল্য ৮১ কোটি ৯৯ লাখ টাকা কমেছে। গত ৩০ জুন পর্যন্ত করা কোম্পানিটির সম্পদ মূল্যায়নের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। গতকাল (১৫ অক্টোবর) অনুষ্ঠিত ডরিন পাওয়ারের পর্ষদ সভায় সম্পদের মূল্যায়ন প্রতিবেদন অনুমোদন করা হয়।
ঢাকা স্টক একচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, গত ৩০ জুন, ২০২৪ তারিখ পর্যন্ত সম্পদ মূল্যায়ন করে ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমস। এতে দেখা যায়, নিরীক্ষার আগে কোম্পানিটির মোট সম্পদমূল্য ছিলো ১৭৭ কোটি ৭২ লাখ ৬০ হাজার ৪৯৬ টাকা। মূল্যায়নের পর কোম্পানিটির সম্পদমূল্য দাঁড়িয়েছে ৯৫ কোটি ৭৩ লাখ ২৪ হাজার ৩৮২ টাকায়। অর্থাৎ আগের হিসাবের তুলনায় কোম্পানিটির সম্পদমূল্য কমেছে ৮১ কোটি ৯৯ লাখ ৩৬ হাজার ১১৪ টাকা।
এদিকে সম্পদমূল্য কমে যাওয়ায় কমেছে কোম্পানিটির নেট অ্যাসেট ভ্যালু (এনএভি)। ডিএসই জানায়, গত ৩১ মার্চ, ২০২৪ তারিখে থাকা কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য ৫২ টাকা ৩৪ পয়সা থেকে আরও ৪ টাকা ৫৩ পয়সা কমেছে।