দর বৃদ্ধির শীর্ষে আইসিবি
- Update Time : ০৩:৩৯:৫৭ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪
- / 29
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বুধবার (৯ অক্টোবর) মোট ৩৯৬ টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন দর বৃদ্ধির ৩২৭ টি কোম্পানির মধ্যে শীর্ষে উঠে এসেছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন ডিএসইতে আইসিবি’র শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৫ টাকা ৯০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে।
দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে উঠে এসেছে বিডিকম অনলাইন লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর ২ টাকা ২০ পয়সা বা ৯ দশমিক ৯১ শতাংশ বেড়েছে। দরবৃদ্ধির তালিকায় তৃতীয় স্থানে থাকা অগ্নি সিস্টেমস লিমিটেডের শেয়ারদর বেড়েছে ৩ টাকা ৬০ পয়সা বা ৯ দশমিক ৫৭ শতাংশ।
বুধবার দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হচ্ছে- ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, আমরা টেকনোলজিস লিমিটেড, ই জেনারেশন পিএলসি, বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেড, জেনেক্স ইনফোসিস পিএলসি, আইডিএলসি ফাইন্যান্স পিএলসি, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।