সিডব্লিউটির ৪ ফান্ডের বিষয়ে তদন্ত করবে বিএসইসি
- Update Time : ১১:৪৯:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪
- / 23
পুঁজিবাজারের তালিকাভুক্ত সিডব্লিউটি প্রাইভেট ইক্যুইটি লিমিটেড পরিচালিত চার ফান্ডের বিষয়ে তদন্ত পরিচালনা করবে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি)।
বুধবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে ৯২১ তম কমিশন সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে বিএসইসির পরিচালক ও মূখপাত্র ফারহানা ফারুকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৯ জুন অনুষ্ঠিত কমিশনের ৯১১তম সভায় সিডব্লিউটি প্রাইভেট ইক্যুইটি ফান্ডের খসড়া ট্রাস্ট ডিড এবং খসড়া ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট এগ্রিমেন্ট অনুমোদন প্রদান করা হয়। তবে পরবর্তীতে এ সংক্রান্ত প্রকাশিত বিভিন্ন বিরুপ তথ্য থাকায় প্রতিষ্ঠানটির অধীনে পরিচালিত সিডব্লিউটি প্রাইভেট ইক্যুইটি ফান্ডের নিবন্ধন সনদ প্রদান করা হবে না।
এছাড়াও সিডব্লিউটি প্রাইভেট ইক্যুইটি লিমিটেডের অধীনে পরিচালিত চারটি ফান্ডের ইনক্যুয়ারি পরিচালনা করা হবে বলে কমিশন সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।