টানা দুই দফায় যত বাড়ল স্বর্ণের দাম
- Update Time : ১১:৪৮:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০২৪
- / 98
গেল কয়েকদিনে দেশের বাজারে স্বর্ণের দাম অনেকবার সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এর মধ্যে টানা কমানোর পর গত দু-দফায় ১ হাজার ৭৮৫ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
এর আগে সবশেষ রোববার (৫ মে) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তির মাধ্যমে চলতি মাসে টানা দ্বিতীয় দফার মতো আরও ৭৩৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ১০ হাজার ৯৪৮ টাকা নির্ধারণ করে বাজুস। তার আগে শনিবার (৪ মে) ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়েছিল সংগঠনটি।
স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বাড়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে বলে জানানো হয় বাজুসের বিজ্ঞপ্তিতে।
নতুন দাম অনুযায়ী প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ১ লাখ ১০ হাজার ৯৪৮ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৫ হাজার ৮৯৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৯০ হাজার ৭৬৯ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৭৫ হাজার ৪৮৯ টাকা নির্ধারণ করা হয়েছে।