রমজানে প্রয়োজন অনুযায়ী পণ্য কিনুন
- Update Time : ১০:১৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩
- / 127
নিজস্ব প্রতিবেদক:
পুরো রমজান মাসের জন্য পণ্য একবারে কিনে নেয়ার প্রবণতা পরিহারের অনুরোধ করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, ‘একবারে অনেক পণ্য কিনলে বাজারে জোগানও থাকতে হবে। তখন কিন্তু বাজার অস্থির হয়ে যাবে। একেবারে সবাই হুমড়ি খেয়ে পড়লে তো হবে না।’
আজ মঙ্গলবার (১৪ মার্চ) রফতানি উন্নয়ন ব্যুরোর সম্মেলন কক্ষে আয়োজিত বিশ্ব ভোক্তা অধিকার দিবসের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
বাণিজ্যমন্ত্রী বলেন, অর্থনৈতিক এই জটিল পরিস্থিতিতে ব্যবসায়ীদের কাছ থেকে যে নীতি-নৈতিকতা আমরা আশা করি সেটি অনেক ক্ষেত্রে পাই না। কিছু কিছু সুযোগসন্ধানী লোক থাকে যারা নানা অপতৎপরতা চালায়। রমজান মাসটা সব সংযমের মাস, আমরা যদি একটুখানি সংযম করি, ব্যবসায়ীরা যদি একটু সংযমী হন তাহলে পরিস্থিতি জটিল হবে না।
তিনি জানান, রোজা সমানে রেখে আমরা কিছু পণ্য বাড়িয়েছি টিসিবিতে। ছোলা যুক্ত করেছি। যেন মানুষের কষ্ট কিছুটা কম হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব তপন কান্তি ঘোষ, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান প্রমুখ।
এক প্রশ্নের জবাবে ভোক্তা অধিকারের সফিকুজ্জামান বলেন, চেষ্টা করছি আমাদের আইন অনুযায়ী ক্রয়-বিক্রয়ের রসিদ দেয়া ও সেটি প্রদর্শন নিশ্চিত করতে। যদি কোনো ভোক্তা রসিদ চায় সেটি বিক্রেতার জন্য দেয়া বাধ্যতামূলক। সেটি কেউ যদি না দেয় তাহলে আমরা অভিযোগ পেলে সেটির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি।
আরো বলেন, অনেক ভোক্তা অভিযোগ করতে অনিহা প্রকাশ করেন। তাদের সুবিধার জন্য আমরা মোবাইল অ্যাপসের মাধ্যমে অভিযোগ গ্রহণের উদ্যোগ গ্রহণ করেছি। আগামীকাল (১৫ মার্চ) ভোক্তা দিবসে অ্যাপটি উদ্বোধন করা হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, রমজান উপলক্ষে নিত্য পণ্যের বাজার স্থিতিশীল রাখতে প্রতিদিন ভোক্তা অধিদপ্তরের ৫৬টি এবং বাণিজ্য মন্ত্রণালয়ের চারটি দল বাজার অভিযান পরিচালনা করবে।