গভর্নর ভবনে দুপুর আড়াইটার আগে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা

  • Update Time : ০৫:৩৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২
  • / 123

রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ভবনে দুপুর আড়াইটার আগে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আব্দুর রউফ তালুকদার নতুন গভর্নর হিসেবে যোগদানের পর এমন নির্দেশনা এলো।

বৃহস্পতিবার (২৮ জুলাই) কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে, ‘কোনো সাংবাদিক দুপুর আড়াইটার আগে গভর্নর ভবনে প্রবেশ করতে পারবেন না।’

এই সিদ্ধান্তের পর বাংলাদেশ ব্যাংকের সব ধরনের কর্মসূচি বয়কটের কথা ভাবছেন সাংবাদিকরা।

তবে আরেকটি সূত্র থেকে জানা গেছে, সাংবাদিকদের বাংলাদেশ ব্যাংকের সব কর্মসূচি বয়কট করার ঘোষণা দেওয়ার পর ব্যাংকের কর্মকর্তারা নিষেধাজ্ঞার বিষয়টি নিয়ে সমঝোতার চেষ্টা করছেন।

এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র ও নির্বাহী পরিচালক জিএম আবুল কালাম আজাদ বলেন, ‘আমিও শুনেছি দুপুর ২টার আগে কোনো সাংবাদিক গভর্নর ভবনে প্রবেশ করতে পারবেন না, এরকম একটি সিদ্ধান্ত হয়েছে। তবে কী কারণে সাংবাদিকদের প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে তা আমি জানি না।’

এর আগে ২০১৬ সালের ফজলে কবির নতুন গভর্নর হিসেবে নিয়োগ পাওয়ার পর ওই বছরের ২৩ মার্চ বাংলাদেশ ব্যাংকের ভেতরে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছিলেন তিনি।

Tag :

Please Share This Post in Your Social Media


গভর্নর ভবনে দুপুর আড়াইটার আগে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা

Update Time : ০৫:৩৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২

রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ভবনে দুপুর আড়াইটার আগে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আব্দুর রউফ তালুকদার নতুন গভর্নর হিসেবে যোগদানের পর এমন নির্দেশনা এলো।

বৃহস্পতিবার (২৮ জুলাই) কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে, ‘কোনো সাংবাদিক দুপুর আড়াইটার আগে গভর্নর ভবনে প্রবেশ করতে পারবেন না।’

এই সিদ্ধান্তের পর বাংলাদেশ ব্যাংকের সব ধরনের কর্মসূচি বয়কটের কথা ভাবছেন সাংবাদিকরা।

তবে আরেকটি সূত্র থেকে জানা গেছে, সাংবাদিকদের বাংলাদেশ ব্যাংকের সব কর্মসূচি বয়কট করার ঘোষণা দেওয়ার পর ব্যাংকের কর্মকর্তারা নিষেধাজ্ঞার বিষয়টি নিয়ে সমঝোতার চেষ্টা করছেন।

এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র ও নির্বাহী পরিচালক জিএম আবুল কালাম আজাদ বলেন, ‘আমিও শুনেছি দুপুর ২টার আগে কোনো সাংবাদিক গভর্নর ভবনে প্রবেশ করতে পারবেন না, এরকম একটি সিদ্ধান্ত হয়েছে। তবে কী কারণে সাংবাদিকদের প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে তা আমি জানি না।’

এর আগে ২০১৬ সালের ফজলে কবির নতুন গভর্নর হিসেবে নিয়োগ পাওয়ার পর ওই বছরের ২৩ মার্চ বাংলাদেশ ব্যাংকের ভেতরে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছিলেন তিনি।