৯ কিশোরকে পাচারকালে ২ মানবপাচারকারি গ্রেপ্তার
- Update Time : ০১:২২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অগাস্ট ২০২১
- / 214
ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ে গত ২৩ আগস্ট সোমবার রাতে জেলা ডিবি পুলিশ নাঈম (২৫) ও আতিকুর রহমান (৩৩) দুই যুবককে গ্রেফতার করেছে।
চাকরির প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে ঠাকুরগাঁওয়ের সীমান্তবর্তী এলাকার নিম্ন আয়ের ও অস্বচ্ছল পরিবারের কিশোরদের টার্গেট করে ভারতে পাচার করে তাদের দিয়ে জোরপূর্বক সীমান্ত এলাকায় মাদক পাচার, অস্ত্র পাচারসহ নানা ধরনের অপরাধমূলক কাজ করাতে বাধ্য করতো একটি সংঘবদ্ধ মানব পাচারকারি চক্র।
এতদিন বিষয়টি জানাজানি না হলেও সম্প্রতি এ ধরনের কর্মকাণ্ডেরর খবর জানতে পেরে গোপনে তৎপরতা চালায় জেলা ডিবি পুলিশ। এরই প্রেক্ষিতে গত সোমবার ডিবি পুলিশ সোর্সের মাধ্যমে জানতে পারে একজন মানবপাচারকারি বেশ কয়েকজন কিশোরকে ভারতে পাচারের উদ্দেশ্যে থ্রি-হুইলারে (পাগলু) করে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার অভিমুখে রওনা হয়েছে।
খবর পেয়েই বালিয়াডাঙ্গী উপজেলার চৌরাস্তা মোড়ে অবস্থান নেয় ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নবিউল ইসলামের নেতৃত্বে একদল চৌকষ ডিবি সদস্য।
বালিয়াডাঙ্গী চৌরাস্তায় সন্দেহজনকভাবে একটি পাগলুকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করলে ঘটনার সত্যতা পায় ডিবি।
এসময় মানবপাচারকারি সদস্যের মূলহোতা মো. নাঈমকে আটকসহ ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা ৯ কিশোরকে উদ্ধার করে। পরে নাঈমের দেওয়া তথ্য মোতাবেক ঠাকুরগাঁও শহরের বিআরটিসি কাউন্টারের সামনে থেকে মো. আতিকুর রহমান নামে অপর মানবপাচারকারি চক্রের সদস্যকে আটক করে ডিবি পুলিশ।
এ ঘটনায় বালিয়াঙ্গী থানায় ডিবি পুলিশ ঐ দুইজনকে আসামি করে মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।