ফতুল্লায় অটোরিকশার গ্যারেজে বিস্ফোরণ, আহত ১১

  • Update Time : ১১:৪৯:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩
  • / 153

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের ফতুল্লায় অটোরিকশার গ্যারেজে বেটারি বিস্ফোরণ ঘটেছে। এতে ভবনের একতলা উড়ে গেছে। আহত হয়েছেন অন্তত ১১ জন।

শনিবার (২৯ জুলাই) সকালে কাশীপুর বাঁশমুলী এলাকায় বুশরান টাওয়ার নামে একটি ভবনের নিচতলায় এ বিস্ফোরণ ঘটে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক ফখর উদ্দিন আহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সাড়ে ৯টার দিকে খবর পাই। ভবনের নিচ তলায় অটোরিকশার শোরুম ছিল। এখানে প্রায় ৫০টি অটোরিকশা ছিল। যেখানে বেটারি ছিল এসিড ছিল। এ শোরুমে বিস্ফোরণ হয়েছে। ভবনের একতলা উড়ে গেছে। ফায়ার সার্ভিসের দুই ইউনিট উদ্ধার পরিচালনা করে। ১১ জন আহত হয়েছে। সবাইকে উদ্ধার করা হয়েছে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা আরও বলেন, ভবনটি ঝুঁকিপূর্ণ। তাই সবাইকে ভবনের কাছে যেতে নিষেধ করা হচ্ছে। আরও হতাহত আছে কি না ক্ষতিয়ে দেখছি।

Please Share This Post in Your Social Media


ফতুল্লায় অটোরিকশার গ্যারেজে বিস্ফোরণ, আহত ১১

Update Time : ১১:৪৯:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের ফতুল্লায় অটোরিকশার গ্যারেজে বেটারি বিস্ফোরণ ঘটেছে। এতে ভবনের একতলা উড়ে গেছে। আহত হয়েছেন অন্তত ১১ জন।

শনিবার (২৯ জুলাই) সকালে কাশীপুর বাঁশমুলী এলাকায় বুশরান টাওয়ার নামে একটি ভবনের নিচতলায় এ বিস্ফোরণ ঘটে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক ফখর উদ্দিন আহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সাড়ে ৯টার দিকে খবর পাই। ভবনের নিচ তলায় অটোরিকশার শোরুম ছিল। এখানে প্রায় ৫০টি অটোরিকশা ছিল। যেখানে বেটারি ছিল এসিড ছিল। এ শোরুমে বিস্ফোরণ হয়েছে। ভবনের একতলা উড়ে গেছে। ফায়ার সার্ভিসের দুই ইউনিট উদ্ধার পরিচালনা করে। ১১ জন আহত হয়েছে। সবাইকে উদ্ধার করা হয়েছে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা আরও বলেন, ভবনটি ঝুঁকিপূর্ণ। তাই সবাইকে ভবনের কাছে যেতে নিষেধ করা হচ্ছে। আরও হতাহত আছে কি না ক্ষতিয়ে দেখছি।