রাঙ্গামাটি-বান্দরবান সড়কে ৪৮ ঘণ্টার অবরোধ চলছে
- Update Time : ১২:৪২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২
- / 237
রাঙ্গামাটি প্রতিনিধি:
রাঙ্গামাটির রাজস্থলী থেকে বান্দরবান সড়কে ৪৮ ঘণ্টার অবরোধ চলছে।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকালে বাঙ্গালহালিয়া সচেতন নাগরিক কমিটির ব্যানারে ডাকা অবরোধে রাজস্থলী, চন্দ্রঘোনা ও বান্দরবান সড়কে যান চলাচল বন্ধ আছে।
৪ ডিসেম্বর ঘিলাছড়ি ইউনিয়নে আমতলী পাড়া নামক এলাকা থেকে নিখোঁজ হন রাজস্থলী উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি সালাউদ্দিন। তাকে উদ্ধারের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে সচেতন নাগরিক কমিটি। দুই দফা বেঁধে দেওয়া আলটিমেটাম শেষে অবরোধের ডাক দেয় তারা।
রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসাঈন বলেন, নিখোঁজ যুবক ছাত্রলীগ নেতা হলেও তিনি বালু ব্যবসা করতেন। তিনি রাঙ্গামাটির রাজস্থলী-বিলাইছড়ি সীমান্ত এলাকার আমতলী এলাকা থেকে নিখোঁজ হন এবং নিখোঁজের দিন রাত ১১টা পর্যন্ত তার মোবাইল সক্রিয় ছিল। আমরা তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।
ওসি আরও বলেন, তাকে উদ্ধারের দাবিতে যে অবরোধ হচ্ছে তা এখনো শান্তিপূর্ণ ভাবে চলছে। পুলিশ সর্তক অবস্থানে আছে।