জগন্নাথপুরের ডাউকা নদীতে মাছ ধরার উৎসব

  • Update Time : ১১:১৪:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ৩ অক্টোবর ২০২১
  • / 180

জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি:

জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের ডাউকি নদীতে মাছ ধরার উৎসব অনুষ্ঠিত হয়েছে। তিন দিনব্যাপী মাছ ধরার উৎসবে সুনামগঞ্জের জগন্নাথপুর, ছাতক ও সিলেটের বিশ্বনাথ উপজেলার সৌখিন মাছ শিকারিরা মাছ ধরার উপকরণ নিয়ে মাছ ধরতে আসেন। শতাধিক মাছ শিকারীদের উপস্থিতিতে মাছ ধরা উৎসবে উচ্ছ্বাসের সৃষ্টি হয়।

এলাকার লোকজনের সাথে কথা বলে জানা গেছে, মাছ ধরার জন্য জাল যার জলা তার এমন নীতি কাগজে সীমাবদ্ধ থাকলেও প্রভাবশালী মৎস্যজীবীদের কারণে এখন মাছ ধরার জায়গা কমে গেছে। তাই এলাকার লোকজন সর্বসম্মতিক্রমে ডাউকি নদী উন্মুক্ত রেখে প্রতি বছর মাছ ধরা উৎসবের আয়োজন করেন। মাইকিং করে মাছ ধরার আহ্বান জানানো হয়। এতে জগন্নাথপুর, ছাতক ও বিশ্বনাথের তিন উপজেলার বিভিন্ন গ্রামের মাছ শিকারীরা অংশ নেন।

শনিবার সমাপনী দিনে বিশারদপুর, খঞ্চনপুর, ঝিগলি, বড়াটুকা মইনপুর, লাউতলা, বনগাঁও, প্রভাকরপুর, রসুলগঞ্জ, মইজপুর, চাঁনপুর চক, বিলচর, পাঠলি ছক, মকরমপুর, মামনুপুর, হামিদপুর গ্রামের শতাধিক মাছ শিকারীরা উড়াল জাল, টানা জাল, পলোসহ মাছ ধরার বিভিন্ন উপকরণ নিয়ে হাজির হন।

ডাউকি নদী এলাকার বাসিন্দা লাউতলা গ্রামের বুরহান উদ্দিন জানান, গত কয়েক বছর ধরে ডাউকি নদীতে তাঁরা সবার জন্য উন্মুক্তভাবে মাছ ধরার আয়োজন করেন।

এ আয়োজন তাদের কাছে উৎসবের মতো। তিন দিনের আয়োজনে তিন উপজেলার কমপক্ষে ১৫/২০ গ্রামের শতাধিক মাছ শিকারীরা মাছ ধরতে আসেন। এলাকার লোকজন আনন্দ উচ্ছ্বাসে মাছ ধরার দৃশ্য উপভোগ করেন।

Tag :

Please Share This Post in Your Social Media


জগন্নাথপুরের ডাউকা নদীতে মাছ ধরার উৎসব

Update Time : ১১:১৪:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ৩ অক্টোবর ২০২১

জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি:

জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের ডাউকি নদীতে মাছ ধরার উৎসব অনুষ্ঠিত হয়েছে। তিন দিনব্যাপী মাছ ধরার উৎসবে সুনামগঞ্জের জগন্নাথপুর, ছাতক ও সিলেটের বিশ্বনাথ উপজেলার সৌখিন মাছ শিকারিরা মাছ ধরার উপকরণ নিয়ে মাছ ধরতে আসেন। শতাধিক মাছ শিকারীদের উপস্থিতিতে মাছ ধরা উৎসবে উচ্ছ্বাসের সৃষ্টি হয়।

এলাকার লোকজনের সাথে কথা বলে জানা গেছে, মাছ ধরার জন্য জাল যার জলা তার এমন নীতি কাগজে সীমাবদ্ধ থাকলেও প্রভাবশালী মৎস্যজীবীদের কারণে এখন মাছ ধরার জায়গা কমে গেছে। তাই এলাকার লোকজন সর্বসম্মতিক্রমে ডাউকি নদী উন্মুক্ত রেখে প্রতি বছর মাছ ধরা উৎসবের আয়োজন করেন। মাইকিং করে মাছ ধরার আহ্বান জানানো হয়। এতে জগন্নাথপুর, ছাতক ও বিশ্বনাথের তিন উপজেলার বিভিন্ন গ্রামের মাছ শিকারীরা অংশ নেন।

শনিবার সমাপনী দিনে বিশারদপুর, খঞ্চনপুর, ঝিগলি, বড়াটুকা মইনপুর, লাউতলা, বনগাঁও, প্রভাকরপুর, রসুলগঞ্জ, মইজপুর, চাঁনপুর চক, বিলচর, পাঠলি ছক, মকরমপুর, মামনুপুর, হামিদপুর গ্রামের শতাধিক মাছ শিকারীরা উড়াল জাল, টানা জাল, পলোসহ মাছ ধরার বিভিন্ন উপকরণ নিয়ে হাজির হন।

ডাউকি নদী এলাকার বাসিন্দা লাউতলা গ্রামের বুরহান উদ্দিন জানান, গত কয়েক বছর ধরে ডাউকি নদীতে তাঁরা সবার জন্য উন্মুক্তভাবে মাছ ধরার আয়োজন করেন।

এ আয়োজন তাদের কাছে উৎসবের মতো। তিন দিনের আয়োজনে তিন উপজেলার কমপক্ষে ১৫/২০ গ্রামের শতাধিক মাছ শিকারীরা মাছ ধরতে আসেন। এলাকার লোকজন আনন্দ উচ্ছ্বাসে মাছ ধরার দৃশ্য উপভোগ করেন।