রাজধানীর গুলশানের একটি বাসা থেকে মুনিয়া নামে এক কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে বসুন্ধরা গ্রুপের এমডি আনভীরের বিরুদ্ধে। তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে আত্মহত্যার প্ররোচনার।
এবার চাঞ্চল্যকর এই মামলায় নিহতের পক্ষে মামলা পরিচালনা করার ইচ্ছা প্রকাশ করেছেন দেশের আলোচিত আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।
বুধবার (২৮ এপ্রিল) হাইকোর্ট চত্ত্বর থেকে রেকর্ড করা এক ভিডিও বার্তায় ব্যারিস্টার সুমন বলেন, বসুন্ধরার বিরুদ্ধে অভিযোগের কোনো শেষ নাই। তাদেরকে ২/৩ টা মার্ডারের অনুমোদন কেউ দেয়নি। জানা অভিযোগ মাত্র কয়েকটা। কত অভিযোগ যে সামনে আসেনি তা কেউ জানে না।
তিনি বলেন, মুনিয়ার মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলাটা হত্যা মামলা হওয়া উচিৎ ছিল। আত্মহত্যার প্ররোচনা নামে কোনো মামলা হতে পারে না। আমি বাবা-মা হারা এই মেয়েটির পাশে দাঁড়াতে চাই। আমার চেয়ে ভালো আইনজীবী না পেলে আমি এই মামলা লড়তে চাই।